
সব্যসাচী ঘোষ : আগামী মরশুমে আরও ভালো দল গড়তে মরিয়া মোহনবাগান সুপার জায়ান্টস। ইতিমধ্যেই এফসি গোয়ার তরুণ ডিফেন্ডার আনোয়ার আলিকে আনতে চলেছে সবুজ-মেরুণ ব্রিগেড। এবার গোয়ার আরও এক ভারতীয় ফুটবলারকে আনতে চাইছে মোহনবাগান।
যা খবর, এফসি গোয়ার লেফট ব্যাক সেভিওর গামাকে সই করাতে আগ্রহী মোহনবাগান। ইতিমধ্যেই এফসি গোয়ার সাথে এই বিষয়ে কথা বলেছে মোহনবাগান। সেভিওর গামা ও তার এজেন্টের সাথেও কথা শুরু করেছে রিক্রুটাররা।
যদিও ২০২৪ সাল অবধি চুক্তিবদ্ধ রয়েছেন গামা, তবে এই লেফট ব্যাককে আনতে আগ্রহী সবুজ-মেরুণ ব্রিগেড। এফসি গোয়ার সাথে চার বছর ধরে রয়েছেন গামা।
গত আইএসএলে আটটি ম্যাচ খেলেছিলেন গামা, তবে কার্লোস পেনার অধীনে মাত্র তিনটি ম্যাচে শুরু করেছিলেন তিনি। একটি অ্যাসিস্ট রয়েছে তার নামে।