স্পোর্টস ডেস্ক: ডুরান্ড ফাইনাল থেকে আইএসএলের প্রথম ম্যাচ। রক্ষণের সমস্যা কাটছে না মোহনবাগানের (Mohun Bagan)। যুবভারতীতে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে দুই গোলে এগিয়ে গিয়েও ড্র করল মোহনবাগান। দ্বিতীয়ার্ধেই দুই গোল দিয়ে ম্যাচে ফেরে মুম্বই। মোহনবাগানের রক্ষণ নিয়ে সমালোচনা চলছে সোশ্যাল মিডিয়া জুড়ে। ডুরান্ড ফাইনালেও একই ভাবে ম্যাচ হারতে হয়েছিল মোহনবাগানকে। এবারও পয়েন্ট নষ্ট করল শুভাশিসরা।
প্রথম একাদশ আক্রমণাত্মক ভাবেই সাজিয়েছিলেন বাগান কোচ হোসে মোলিনা। তবে ডুরান্ড ফাইনালের মতো মুম্বই ম্যাচেও তেমন ছাপ রাখতে পারলেন না দিমি পেত্রাতোস। বাগান (Mohun Bagan) শিবিরের ভরসার নাম তিনি, অসি বিশ্বকাপার গত মরশুমে অনেক ম্যাচ জিতিয়েছেন মোহনবাগানকে। তবে এবার আইএসএল মরশুম শুরুর আগেই তীব্র সমালোচনার মুখে পড়তে হচ্ছে দিমিকে। সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্টে দেখা যাচ্ছে, প্রিয় দিমির থেকে ভরসা হারিয়ে ফেলছেন মেরিনার্সরা।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার কাছে বিশ্বকাপ ফাইনাল হারের জন্য বিন্দুমাত্র দুঃখ নেই শামির
সমালোচনার মুখে পড়তে হচ্ছে মোহনবাগান কোচ হোসে মোলিনাকেও। ডুরান্ড ফাইনালেও কিছু ভুল চালের জন্য ট্রফি হাতছাড়া হয়। দল পিছিয়ে পড়লে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে কী ব্যর্থ হচ্ছেন মোলিনা? মোহনবাগান সমর্থকরা প্রশ্ন তুলছেন ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিয়েও। কেন চ্যাম্পিয়ন করে দেওয়া কোচ হাবাসকে সরিয়ে মোলিনাকে বাছল ম্যানেজমেন্ট? ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে অবশ্য সমস্ত দায় স্বীকার করে নিলেন কোচ মোলিনা। তিনি জানালেন, “অবশ্যই আমাদের কিছু ভুল হয়েছে। তবে এর দায় আমাকেই নিতে হবে। হয়তো আমিই খেলোয়াড়দের ঠিক মতো বোঝাতে পারছি না।”
ফলো করুন খাস খবরের ফেসবুক পেজ: https://www.facebook.com/khaskhobor2020?mibextid=ZbWKwL