সব্যসাচী ঘোষ : রবিবার ইস্টবেঙ্গল ক্লাবের নবনির্মিত মেম্বার্স লাউঞ্জ উদ্বোধন করেন কলকাতা পুরসভার মহানাগরিক ফিরহাদ হাকিম। কিন্তু এই বিশেষ দিনেও ইস্টবেঙ্গলের সাফল্য নিয়ে চিন্তিত ফিরহাদ। নিজে একজন ইস্টবেঙ্গল সমর্থক হয়ে ক্লাবের এমন পরিস্থিতিতেও আশা দেখছেন ফিরহাদ।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ বলেছেন, “আমরা ঘুমিয়ে ঘুমিয়েও স্বপ্ন দেখি, যাতে ট্রফি আসে। আসছে না, আরেকটু ভালো টিম এবং আরেকটু ভালো যুদ্ধ করতে হবে। কিন্তু ইস্টবেঙ্গলের দম আছে।”
“আমরা জানি যে, আজ নয় কাল আমরা পাবই ট্রফি। সেই আশাতেই আমরা সবাই আছি, যে খরা কেটে যাবে। আমরা সবাই আবার এসে ক্লাবের মধ্যে হইহই করব। যেদিন এই ক্লাবে ট্রফি আসবে, আমাদের সেই খরাটা কাটবে এবং তখন দেখবেন পরপর আমরা প্রত্যেক বছরই ট্রফি পাচ্ছি।”