স্পোর্টস ডেস্ক: কিছুদিন আগেই হয়ে যাওয়া প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতেছেন মনু ভাকের (Manu Bhaker)। প্রথমে তিনি মহিলাদের একক ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন। এরপর মিক্সড ডাবলসেও ব্রোঞ্জ জেতেন সরবজ্যোৎ সিংকে সঙ্গে নিয়ে। কিন্তু সেই মনু ভাকেরকে আগামী কমনওয়েলথ গেমসে দেখতে পাবেন না ক্রীড়াপ্রেমীরা।
আরও পড়ুন: টেস্ট ক্রিকেট বংশগত, কীভাবে টিকে রয়েছে ১৫০ বছর ধরে, অভূতপূর্ব ব্যখ্যা জাফরের
২০২৬ সালে আয়োজিত হতে চলেছে আগামী কমনওয়েলথ গেমস। স্কটল্যান্ডের গ্লাসগোতে আয়োজিত হবে এবারের গেমস। কিন্তু সেখানে বাদ দেওয়া হয়েছে শ্যুটিং ইভেন্টকে। ফলে শুধু মনু ভাকের নন, নামতে পারবেন না তাঁর সঙ্গে ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ডাবলসে ব্রোঞ্জ জেতা সরবজ্যোৎও।
২০২৬ -এর কমনওয়েলথ গেমসে কেন শ্যুটিং ইভেন্টটিকে রাখা হয়নি তার ব্যখ্যা অবশ্য দেওয়া হচ্ছে। বলা হচ্ছে, গ্লাসগোর যে ভেন্যুগুলিতে গেমস আয়োজন করার কথা সেখানে কোনও শ্যুটিং রেঞ্জ নেই। এখানে বলে রাখা প্রয়োজন, আগামী কমনওয়েলথ গেমস আয়োজিত হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ায়। কিন্তু তারা সরে আসায় স্কটল্যান্ডকে আয়োজক হিসেবে বেছে নেওয়া হয়েছে।
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
যাই হোক, শ্যুটিং ইভেন্ট বাদ পড়ায় পদকের সম্ভাবনা কিছুটা হলেও কমল ভারতের। মনু ভাকের-সরবজ্যোতরা নামতে পারবেন না। অলিম্পিকে জোড়া ব্রোঞ্জ জেতা মনুকে ঘিরে ভারতবাসীর অনেক আশা। গত কমনওয়েলথ গেমসে ভারত জিতেছিল মোট ৬১ টি পদক। এর মধ্যে ২২ টি সোনা।