স্পোর্টস ডেস্ক: ফ্রান্সের রাজধানী প্যারিসে বসেছে এবারের অলিম্পিকের আসর (Paris Olympics 2024)। প্যারিসকে বলা হয় প্রেমের শহর। তাই সোনা জেতার সঙ্গে সঙ্গে বাড়তি মনের মানুষের থেকে প্রেমের প্রস্তাব পাওয়ার ছবিও দেখা গেল অলিম্পিকের মঞ্চে।
আরও পড়ুন: আনোয়ারের মোহনবাগান ত্যাগ বৈধ নয়, AIFF -এর রায়ে অস্বস্তিতে ইস্টবেঙ্গল
ব্যাডমিন্টনে মহিলাদের ডাবলস ইভেন্টে সোনা জিতেছেন চিনের হুয়াং ইয়াকিয়ং। তারপরই দেখা গেল ইয়াকিয়ংয়ের প্রেমিক তাঁকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন। ইয়াকিয়ংয়ের হাতে আংটিও পরিয়ে দিলেন তিনি।
ইয়াকিয়ংয়ের প্রেমিকের নাম লিউ ইউচেন। তিনিও সাধারণ কেউ নন। প্রেমিকার মত তিনিও চিনের হয়ে সোনা জিততে গিয়েছেন প্যারিস অলিম্পিকে (Paris Olympics 2024)। দেশের হয়ে পুরুষদের ডাবলস ইভেন্টে নেমেছিলেন তিনি। তবে জিততে পারেননি। কিন্তু ব্যর্থতাকে ঢেকে দিয়েছে তাঁর দেওয়া প্রস্তাবে প্রেমিকা ইয়াকিয়ংয়ের রাজি হওয়া।
খাস খবর ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/5eGwbh7XqkKR1mRr/?mibextid=qi2Omg
পুরুষদের ডাবলস ইভেন্টে লড়াই করেও জিততে পারেননি লিউ ইউচেন এবং তাঁর সঙ্গী জুয়ান ই। উল্টোদিকে ইয়াকিয়ং এবং তাঁর পার্টনার জেন সি উই একপেশে জয় হাসিল করে সোনা জেতেন। এরপরই প্রেমিকের থেকে ভালবাসার প্রস্তাব। ইয়াকিয়ং বলেন, “আমার কঠিন পরিশ্রমের ফসল এই সোনা জয়। নিজের আবেগ ভাষায় প্রকাশ করতে পারছি না। আর বিয়ের প্রস্তাব পেয়ে আমি হতবাক। ভাবতেই পারিনি। আর এটাও বুঝতে পারছি না, কীভাবে এটা উদযাপন করব।”