আকাশ চোপড়াকে ‘আক্রমণ’ করে টুইট পোলার্ডের

0
28

স্পোর্টস ডেস্ক: মুম্বই ইন্ডিয়ান্সের তারকা অলরাউন্ডার কায়রন পোলার্ডের এবারের আইপিএল মরশুম একেবারেই ভালো যায়নি। সেই নিয়ে সমালোচনাও হয়েছিল। সেই সমালোচনার জেরে বৃহস্পতিবার টুইটারে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়াকে ট্যাগ করে একটি পোস্ট করেছেন পোলার্ড। যেখানে পোলার্ড আকাশ চোপড়াকে প্রশ্ন করেছেন যে, “তার ফ্যান এবং অনুগামি বেড়েছে কিনা।” যদিও টুইট করার পরপরই পোলার্ড সেটি ডিলিট করর ফেলে।

পোলার্ডের করা এই টুইটের অর্থ কী, তা জানা যায়নি। কিন্তু জল্পনা চলছে যে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক আকাশ চোপড়ার সদ্য সমাপ্ত আইপিএল ২০২২ এ তার পারফরম্যান্সের সমালোচনার জবাবে তিনি এমন পোস্ট করেছিলেন। কায়রন পোলার্ড আইপিএল ২০২২ -এ ফ্র্যাঞ্চাইজির প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি। সেই কারণে গত কয়েক ম্যাচে কিছু তরুণ ক্রিকেটারদের তার জায়গায় খেলার সুযোগ দিয়েছিল মুম্বই। এই কারণে পোলার্ড ক্রিকেট বিশেষজ্ঞদের দ্বারাও সমালোচিত হয়েছেন। আকাশ চোপড়া সহ অন্যান্য বিশেষজ্ঞরাও পোলার্ডের সমালোচনা করেছেন।

- Advertisement -

আরও পড়ুন: ENG vs NZ: ২৩ সেকেন্ডে ওয়ার্নকে বিশেষ শ্রদ্ধা চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের

পোলার্ড তার মুছে ফেলা টুইটে লিখেছিলেন, “আশা করি ফ্যান এবং অনুগামী বাড়বে। এটা করতে থাকুন …#t20।” আইপিএল ২০২২ এ ১১ টি ম্যাচে তিনি ১৪৪ রান করেছিলেন। দরকারেও অনেক ম্যাচে দলকে জিততে পারেননি। তার গড় ১৪.৪০ এবং স্ট্রাইক রেট ছিল ১০৭.৪৬। এরপরই কায়রন পোলার্ড মুম্বই ইন্ডিয়ান্সের আইপিএল ২০২২ নিয়ে একটি আবেগপূর্ণ পোস্ট করেছিলেন।

আরও পড়ুন: এমনটা হলে হয়তো আমি ভারতীয় দলের হয়ে খেলতে পারতাম না: MS Dhoni

আকাশ চোপড়া বলেছিলেন, পোলার্ডের ফর্ম বিবেচনা করে এটি মুম্বইয়ের সঙ্গে তার শেষ মৌসুম হতে পারে। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তার ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে বলেছেন, “আমি মনে করি আমরা কায়রন পোলার্ডকে শেষবারের জন্য দেখে নিয়েছি। যদি পোলার্ডকে ধরে না রাখে তবে ৬ কোটি টাকা ফ্রি পাবে। আমি মনে করি তারা মুরুগান অশ্বিনকে (১.৬ কোটি) ধরে রাখতে পারে।