স্পোর্টস ডেস্ক: ব্রোঞ্জ জিতেও তা ধরে রাখা গেল না। কেড়ে নেওয়া হল পদক। এমন চাঞ্চল্যকর ঘটনাই ঘটেছে এবারের প্যারিস অলিম্পিকে। কিন্তু কেন ঘটেছে এহেন ঘটনা? অ্যাথলিটের নাম জর্ডান চিলিস (Jordan Chiles)। ফ্লোর এক্সারসাইজে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। কিন্তু তাঁর বিরুদ্ধে সময় নিয়ে গাফিলতির অভিযোগ উঠেছে।
আরও পড়ুন: আত্মহত্যা করেছেন গ্রাহাম থর্প, দাবি প্রয়াত ক্রিকেটারের স্ত্রীর
চিলিস (Jordan Chiles) মার্কিন যুক্তরাষ্ট্রের জিমন্যাস্ট। ফ্লোর এক্সারসাইজ ইভেন্টের ফাইনালে পঞ্চম স্থানে শেষ করেছিলেন তিনি। তবে জিমন্যাস্টিকের নিয়ম অনুযায়ী, বিচারকদের দেওয়া পয়েন্ট পছন্দ না হলে একজন প্রতিযোগী পুনরায় পয়েন্ট গণনার দাবি জানাতে পারেন। চিলিসের ক্ষেত্রেও তাই করেছেন তাঁর কোচ চেলিস লান্ডি।
পুনর্গণনার পর চিলিসের পয়েন্ট বাড়ানো হয়। এবং তিনি পঞ্চম স্থান থেকে তিনে উঠে এসে ব্রোঞ্জ জেতেন। কিন্তু এরপর বিষয়টি আন্তর্জাতিক ক্রীড়া আদালতে যেতেই তারা তা খতিয়ে দেখে জানায়, সময়ের ক্ষেত্রে গাফিলতি হয়েছে। নিয়মানুযায়ী, পয়েন্ট পুনরায় পরীক্ষার জন্য ১ মিনিটের মধ্যে আবেদন করতে হয়। কিন্তু চিলিসের কোচ ৪ সেকেন্ড অতিরিক্ত সময় নিয়েছেন।
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
সবটা খতিয়ে আন্তর্জাতিক ক্রীড়া আদালত চিলিসকে (Jordan Chiles) পদক ফেরানোর নির্দেশ দিয়েছে। এই পদক রোমানিয়ার আনা বারবোসুকে দেওয়া হবে। যদিও এই সিদ্ধান্তের বিরোধিতা করে পাল্টা আবেদন করেছে আমেরিকা। তাদের দাবি, কোচ লান্ডি মোটেই ১ মিনিটের বেশি সময় নেননি আবেদন করতে। তিনি ৪৬ সেকেন্ডের মাথায় আবেদনের সিদ্ধান্ত নিয়ে ৫৫ সেকেন্ডে আবেদন করেছিলেন।