স্পোর্টস ডেস্ক: প্যারিস অলিম্পিকে পদক জয়ের ক্ষেত্রে দেশের অন্যতম আশা ভরসা ছিলেন নীরজ চোপড়া। দেশবাসীর মনে অনেক আশা ছিল নীরজ প্যারিসেও টোকিও অলিম্পিকের মতো জলধারা বজায় রাখবেন। তবে প্যারিসেও সোনা জিততে পারেননি নীরজ চোপড়া (Neeraj Chopra)। ভারতের জ্যাভলিন তারকা হেরে গিয়েছিলেন পাকিস্তানের আরশাদ নাদিমের কাছে। প্যারিসে না পেলেও মনে করা হয়েছিল লুসানে ডায়মন্ড লিগে সোনা জিতবেন নীরজ। কিন্তু তেমনটাও হল না, নীরজকে আবারও রূপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল।
গত দুই বছরে পরপর দুটি ডায়মন্ড লিগে সোনা জিতেছিলেন তিনি। চলতি বছরের সোনার খরা অব্যহত রইল। এই বিষয়ে কথা বলতে গিয়ে হতাশার সুর নীরজের (Neeraj Chopra)। শুরুটা একেবারেই ভালো হয়নি, তাই পিছিয়ে পড়েছেন বলে দাবি করছেন ভারতের তরুণ অ্যাথলিট। তিনি বলেন, “তবে শেষ থ্রোয়ে কেরিয়ারের দ্বিতীয় সেরা পারফরম্যান্স করতে পেরে আমি খুশি। কঠিন হলেও ক্যামব্যাক করতে পেরেছি। মানসিক ভাবে নিজেকে শক্তিশালী করে, লড়াই করার মানসিকতাটা থাকা জরুরি।”
আরও পড়ুন: খেলোয়াড়-কোচ হিসেবে চুড়ান্ত সফল, এবার কি তবে বলিউডে পা রাখছেন দ্রাবিড়?
ডায়মন্ড লিগে সোনা জিতেছেন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স। ষষ্ঠ রাউন্ডে ৯০.৬১ মিটার দূরে জ্যাভলিন পাঠানোর পর তাঁকে আর ফিরে তাকাতে হয়নি। অন্যদিকে নীরজ চোপড়া শুরু থেকেই পিছিয়ে পড়েছিলেন। তিনি যে অন্ততঃ রুপো পাবেন, একটা সময় সেই কথাও মনে হচ্ছিল না। অলিম্পিক শেষ হয়ে যাওয়ার পর তাঁর পিঠের চোটের কথা শোনা গিয়েছিল। জানা গিয়েছিল, অস্ত্রোপচার হতে পারে। লুসানে ডায়মন্ড লিগে নীরজের প্রথম তিনটি থ্রো দেখে স্পষ্টই বোঝা যাচ্ছিল যে চোট তাঁকে ভালই ভোগাচ্ছে। তবে ষষ্ঠ রাউন্ডে অ্যান্ডারসনকে ছাপিয়ে যেতে না পারলেও ৮৯.৪৯ মিটারের থ্রো করেন। এতেই নিশ্চিত হয়ে যায়, রুপো জিতছেন ভারতীয় অ্যাথলিট।