খাস খবর ডেস্ক: আইপিএল শুরুর আগেই দেশজুড়ে করোনা আতঙ্ক। কোভিড -১৯-এর কারণে আইপিএল ২০২০ সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজন করা হয়েছিল। পরের বছর ২০২১ সালে ভারতে টুর্নামেন্ট শুরু হয়েছিল কিন্তু বায়ো-বাবলে করোনা প্রবেশ করায় তা স্থগিত হয়ে যায়। এরপর সেপ্টেম্বর-অক্টোবরে দ্বিতীয় লেগের আয়োজন করা হয় সংযুক্ত আরব আমিরশাহিতে। এখন আবার মনে হচ্ছে, কোভিড -১৯ প্রকোপের কারণে ২০২২ সালেও টুর্নামেন্ট ভারতের বাইরে হতে পারে।
আইপিএলের নতুন মরশুম হতে চলেছে রোমাঞ্চকর। কিন্তু পাশাপাশি কোভিড আতঙ্ক বাড়ছে। বিসিসিআই এখনও আইপিএল ২০২২ এর নিলামের স্থান এবং তারিখ ঘোষণা করেনি। একাধিক রিপোর্ট অনুযায়ী, ১২ এবং ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে এই মেগা নিলামের আয়োজন করা হবে। তবে মনে করা হচ্ছে যে, কোভিড -১৯ -এর কেস বাড়তে থাকায় বোর্ড নিলামের জন্য বিকল্প জায়গা খুঁজছে। বোর্ড বেঙ্গালুরু থেকে নিলাম স্থানান্তর করার কথা ভাবছে।
আরও পড়ুন: IPL 2022 Auction: কেকেআরের টার্গেটে তিন খেলোয়াড়, দেওয়া হতে পারে অধিনায়কের দায়িত্ব
বিসিসিআই আশাবাদী যে আগামী মাসে পরিস্থিতির উন্নতি হবে। তবে পরিস্থিতি খারাপ হলে টুর্নামেন্টটি তারা বিদেশে নিয়ে যেতে প্রস্তুত। এখনও পর্যন্ত বিসিসিআই ভারতে টুর্নামেন্ট আয়োজনের কথা ভাবছে। একটি সূত্র জানিয়েছে, “আমরা বিদেশে আইপিএল সহ সমস্ত বিকল্পগুলি দেখে রাখছি। তবে আমাদের ফোকাস ভারতে আইপিএল আয়োজন করা। এই মুহূর্তে আমাদের অগ্রাধিকার হল খেলোয়াড়দের নিলাম, আমরা শীঘ্রই এই বিষয়ে সিদ্ধান্ত নেব।”
আরও পড়ুন: Beijing Winter Olympics: শীতকালীন অলিম্পিকে ওমিক্রনের ছায়া, আয়োজন নিয়ে উঠছে প্রশ্ন
ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে বর্তমানে দুটি বিকল্প রয়েছে। প্রথমত, সমস্ত ম্যাচ ১০ টি কেন্দ্রে অনুষ্ঠিত করা অর্থাৎ ১০ টি দলেরই ঘরের মাঠে ম্যাচ হওয়া উচিত। দ্বিতীয়ত, ম্যাচগুলি শুধুমাত্র মুম্বইয়ের তিনটি কেন্দ্র – ওয়াংখেড়ে, সিসিআই এবং ডিওয়াই পাতিল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এছাড়াও করোনার কারণে টুর্নামেন্টের তারিখ এক সপ্তাহ আগে করার কথাও ভাবা হচ্ছে। অর্থাৎ ২ এপ্রিলের পরিবর্তে এই টুর্নামেন্টটি এখন ২৫ মার্চ থেকে শুরু হতে পারে।