খাস খবর ডেস্ক: সম্প্রতি আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের কোচিং স্টাফ ঘোষণা করেছে। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার টম মুডিকে দলের হেড কোচ করা হয়েছে। তিনি ছাড়াও ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ব্রায়ান লারাকে ব্যাটিং কোচ করা হয়েছে। এই প্রথমবার কোনও আইপিএল দলের সঙ্গে যুক্ত হলেন লারা। টম মুডির কথা বলতে গেলে তিনি আগে থেকেই সানরাইজার্স হায়দ্রাবাদের কোচ ছিলেন।
তার অধীনে ২০১৬ সালে দল চ্যাম্পিয়ন হয়েছিল। মোট পাঁচবার প্লে অফে দলকে নেতৃত্ব দিয়েছেন কোচ টম মুডি। ইংল্যান্ডের ট্রেভর বেলিসকে কোচ করা হয়েছিল, কিন্তু সফল হয়নি। তাকে আবার বরখাস্ত করে টম মুডিকে কোচ করা হয়েছিল। হায়দ্রাবাদ তাদের প্রাক্তন পেস বোলার ডেল স্টেইনকে পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ করেছে। হায়দরাবাদ ছাড়াও আইপিএলে আরসিবি -র হয়ে খেলেছেন।
আরও পড়ুন:বিরাট বনাম সৌরভ বিতর্ক নিয়ে মুখ খুললেন শাহিদ আফ্রিদি
হায়দরাবাদ দল ভারতের প্রাক্তন ক্রিকেটার হেমাঙ্গ বদানিকে ফিল্ডিং কোচ এবং স্কট হিসেবে নিয়োগ করেছে। হেমাঙ্গ বদানি তামিলনাড়ু প্রিমিয়ার লিগে তিনবারের চ্যাম্পিয়ন চিপক সুপার গিলিসকে কোচ করেছেন। সহকারী কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে অস্ট্রেলিয়ার সাইমন ক্যাটিচকে। গত মরশুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হেড কোচ ছিলেন তিনি।