স্পোর্টস ডেস্ক: অতিরিক্ত ওজনের কারণে অলিম্পিকের ফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর যুগ্মভাবে রুপো চেয়ে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আবেদন জানিয়েছেন বিনেশ ফোগত (Vinesh Phogat)। তবে শনিবার এই বিষয়ে চূড়ান্ত রায়দানের আগেই আন্তর্জাতিক অলিম্পিক কমিটির তরফে জানিয়ে দেওয়া হল বিনেশকে রুপো দেওয়া কোনও মতেই সম্ভব নয়। সংস্থার প্রধান টমাস বাক সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেছেন।
আরও পড়ুন: পাকিস্তানের আরশাদ-ও ছেলের মত, নীরজের মায়ের মন্তব্যে আপ্লুত নাসিরুদ্দিন
পরপর ম্যাচ জিতে মহিলাদের কুস্তিতে ৫০ কেজি বিভাগের ফাইনালে উঠেছিলেন বিনেশ ফোগত (Vinesh Phogat)। কিন্তু সোনার লড়াইয়ে নামার আগে ওজন মাপতে গিয়ে দেখা যায় বিনেশের ১০০ গ্রাম অতিরিক্ত ওজন। চুল-নখ কেটেও ওজন নিয়ন্ত্রণে আনতে পারেননি তিনি। ফলে ফাইনালে নামার আগেই বাতিল করা হয় তাঁকে। এবারে এই প্রসঙ্গে বলতে গিয়ে বাক জানিয়েছেন, “সবকিছুরই একটা নিয়ম আছে। অলিম্পিক সংস্থাকে একটা নিয়মের মধ্যে দিয়ে চলতে হয়।”
ক্রীড়াক্ষেত্রের সর্বোচ্চ আদালত বিনেশের পক্ষে রায় দিলে তাঁকে রুপো দিতেই হবে। তা সত্ত্বেও অলিম্পিক কমিটির প্রধান বলেন, “আমি জানি, বিনেশ ইচ্ছাকৃতভাবে কিছু করেনি। ওর জন্য খারাপ লাগছে। কিন্তু নিয়ম সকলের জন্যই সমান। ওকে রুপো দেওয়া সম্ভব নয় কোনও মতেই।” এদিকে ক্রিকেটের ভগবান নামে খ্যাত মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর বিনেশের ঘটনাকে ‘আম্পায়ার্স কল’ বলে উল্লেখ করেছেন ইনস্টাগ্রামে।
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
‘আম্পায়ার্স কল’ ক্রিকেটে একটি অতি পরিচিত টার্ম। ৫০-৫০ পরিস্থিতিতে রিভিউ নিলেও অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তই বজায় থাকে। ক্রিকেটের পরিভাষায় একেই বলে ‘আম্পায়ার্স কল’। সচিন বিনেশের (Vinesh Phogat) ঘটনাকেও এর সঙ্গে তুলনা করে বলেছেন, “ওজন বেশি হলেও অনৈতিকভাবে ফাইনালে ওঠেনি বিনেশ। তাই কোনও ভাবেই তাঁর রুপো কেড়ে নেওয়া যায় না। অবশ্যই সবকিছুর একটা নিয়ম আছে। কিন্তু পরিস্থিতির নিরিখে নিয়মগুলি খতিয়ে দেখা অবশ্যই উচিত।”