
স্পোর্টস ডেস্ক: রাশিয়া ইউক্রেন যুদ্ধের জেরে উত্তপ্ত গোটা বিশ্ব। এই যুদ্ধের রেশ ছড়িয়েছে অন্যান্য দেশগুলিতেও। কেবল মাত্র যুদ্ধ ক্ষেত্র নয় ক্রীড়াজগতেও পড়েছে রুশ ইউক্রেন সংঘাতের প্রভাব। আগামী ২৬ মার্চ নির্ধারিত বেলারুশের বিরুদ্ধে ভারতীয় জাতীয় ফুটবল দলের আন্তর্জাতিক প্রীতি ম্যাচ বাতিল করা হয়েছে। ইউক্রেনের উপর রাশিয়ার আগ্রাসনের কারণেই এই ম্যাচ বাতিল করতে হল।
জুনে অনুষ্ঠিত হতে চলা এএফসি এশিয়ান কাপ ২০২৩ কোয়ালিফায়ার্সের আগে ভারত মার্চে দুটি প্রীতি ম্যাচ খেলবে। ২৩ মার্চ বাহরাইন এবং এর তিন দিন পরে বেলারুশের মুখোমুখি হওয়ার কথা ছিল। দুটি ম্যাচই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মানামায়। আপাতত অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) সচিব কুশল দাস মঙ্গলবার জানিয়েছেন যে যেহেতু বেলারুশকে স্থগিত করা হয়েছে, দেশটি তাদের বিরুদ্ধে খেলবে না। এআইএফএফ এখন বাহরাইনের বিরুদ্ধে দুটি ম্যাচের সময়সূচী করার চেষ্টা করবে।
আরও পড়ুন: বসুন্ধরার সঙ্গেই কী চুক্তি পাকা করতে বাংলাদেশ পাড়ি দিচ্ছেন লাল-হলুদ কর্তারা
“যেহেতু বেলারুশ স্থগিত করা হয়েছে, আমরা তাদের বিরুদ্ধে খেলতে পারি না। বাহরাইনের সঙ্গে আমাদের একটি ম্যাচ আছে তাই আমরা তাদের সঙ্গে দুটি ম্যাচ আয়োজন করতে পারি কিনা তার চেষ্টা করছি”, জানিয়েছেন কুশল দাস। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) রাশিয়া এবং তাদের মিত্র বেলারুশের ক্রীড়াবিদ এবং কর্মকর্তাদের ক্রীড়াঙ্গন থেকে বিচ্ছিন্ন করার পরামর্শ দিয়েছে। এর একদিন পরে ফ্রেন্ডলি ম্যাচ বাতিল করার সিদ্ধান্ত নেয় ভারত। এদিকে, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাও এই মাসের বিশ্বকাপ বাছাইপর্ব সহ আন্তর্জাতিক ফুটবল থেকে রাশিয়াকে স্থগিত করেছে।