স্পোর্টস ডেস্ক: রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের কাছে ১০ উইকেটে হেরে গিয়েছে পাকিস্তান। এর ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড় থেকে ছিটকে গেল পাকিস্তান। বাংলাদেশের কাছে হারকে ‘লজ্জাজনক’ বলে ব্যাখ্যা করে অনেক প্রাক্তন পাক ক্রিকেটার দলকে আক্রমণ করছেন। প্রায় অনেক ক্রিকেটারই সোশ্যাল মিডিয়ায় তাদের ক্ষোভ উগরে দিয়েছেন। নিজের ইউটিউব চ্যানেলে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রামিজ রাজা (Ramiz Raja) বাবর আজমদের তীব্র আক্রমণ করেছেন। তিনি বলেছেন, “যদি কোনো দল জয়ের মুখে এসেও পরাজয় ছিনিয়ে নিতে পারে, তবে তা হল পাকিস্তান দল, এবং এটি তাদের খ্যাতি হয়ে উঠেছে।”
নিজের ইউটিউব চ্যানেল ‘রামিজ স্পিকস’ -এ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রাক্তন চেয়ারম্যান প্রায়ই নানান ভিডিও করে ক্রিকেটীয় বিশ্লেষণ করেন। গত ২৫ আগস্ট রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের বিপক্ষে ১০ উইকেটে পরাজয়ের পর তিনি পাকিস্তান দলের তীব্র নিন্দা করেছেন। রামিজ রাজার (Ramiz Raja) কথায়, “এই প্রথমবার নয় যে টেস্ট ম্যাচের পঞ্চম দিনে পাকিস্তান বিধ্বস্ত, তাদের পারফরম্যান্স ভেঙে পড়েছে। কখনও কখনও ব্যাটিংয়ের ফ্লপ শো, কখনও কখনও গুরুত্বপূর্ণ মুহুর্তে বোলিং ব্যর্থ হয়।”
রামিজ রাজা ২০১৮ সালে শারজাহ, দুবাইতে অনুষ্ঠিত পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যে একটি টেস্ট ম্যাচের কথা স্মরণ করেন। প্রথম ইনিংসে ৯০ রানে এগিয়ে থাকার পর কীভাবে পাকিস্তান চতুর্থ দিনে চাপের মধ্যে পড়ে যায় সেই বিশ্লেষণই নিজের ভিডিওতে তুলে ধরেছেন রামিজ রাজা। ওই ম্যাচে ১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হয় পাক ব্যাটিং লাইনআপ। শেষ পর্যন্ত মাত্র ১৭১ রান হয়।
এরপর ভারতীয় দলের কথা উল্লেখ করে রামিজ রাজা বলেছেন, “এটা শুরু হয়েছিল (এশিয়া কাপে) ভারতের বিরুদ্ধে ম্যাচ থেকে, সিমিং কন্ডিশনে যেখানে আমাদের পেস বোলাররা মার খেয়েছিল। গোটা বিশ্ব লক্ষ্য করেছে যে, আপনি যদি তাদের আক্রমণ করেন বা একটু আগ্রাসন দেখান, তবে এই বোলিং আক্রমণ একেবারেই ভাল নয়। কারণ প্রত্যেকের গতি কমে গিয়েছে, এবং তারপরে দক্ষতাও নেই। বাংলাদেশ দৃঢ় মেজাজ দেখিয়েছে এবং পাকিস্তানে প্রথমবার পাকিস্তানকে হারিয়েছে। দুর্দান্ত পারফরম্যান্স, তাদের অভিনন্দন।”