IND vs ENG : ব্রডকে যুবির কথা মনে করালেন বুমরাহ

0
18
IND vs ENG jasprit bumrah scored 35 runs in stuart braod over

স্পোর্টস ডেস্ক: ৮২.২ ওভার, বল করছেন জেমস অ্যান্ডারসন। জাদেজা আউট হলেন। ভারতের স্কোর তখন ৯ উইকেট হারিয়ে ৩৭৫। একাধিক ভারতীয় সমর্থকরা আফসোস করছিলেন, ‘যাহ ৪০০ বোধহয় আর হল না।’ ঠিক তখনই নামলেন ভারত অধিনায়ক জসপ্রীত বুমরাহ, সে হোক না একটা টেস্টের জন্য অধিনায়ক।  ৮৪ তম ওভারে বল করতে আসেন স্টুয়ার্ট ব্রড। বুমরাহ দেখিয়ে দিলেন শুধু ইয়র্কারই নয় ইংরেজ পেসারদের বিরুদ্ধে একের পর এক চমকপ্রদ শট মেরে তিনিও টেস্ট-২০ খেলতে পারেন। স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ৩৫ রান।

সাদা জার্সিতে খেলতে নেমেও ব্রডের চোখে হয়তো ভেসে উঠছিল ২০০৭ সালের টি -২০ বিশ্বকাপের দিনের কথা। ব্রডের এক ওভারে ৩৬ রান নিয়েছিলেন তারকা অলরাউন্ডার যুবরাজ সিং। টেলএন্ডার বুমরাহ নেমে এজবাস্টনে এক রেকর্ড গড়েও গেলেন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ওভার। এর আগে ২০০৩ সালে জোহনেসবার্গে ব্রায়ান লারা দক্ষিণ আফ্রিকার রবিন পিটারসেনের ওভারে ২৮ রান নিয়েছিলেন।

 আরও পড়ুন: IND vs ENG : ভারতকে বাঁচিয়ে একাধিক রেকর্ড পন্থের 

বুমরাহের একের পর এক স্ট্রোক মারা দেখেও শর্ট বল করে যান ব্রড। কোনওটা ব্যাটের কানা লেগে আবার কোনওটা মাঝে লেগেই বাউন্ডারি পার করছিল। ব্রড তাকিয়েই থাকছিলেন, কখনও বা হাসি দিচ্ছিলেন। সেই হাসি যা ব্রডের মুখে আজ থেকে ১৫ বছর আগেও দেখা গিয়েছিল। শুধু বিপক্ষের ব্যাটসম্যানটা বদলে গিয়েছে। শেষ বলে বাউন্ডারি হলে এক ওভারে ৪০ রান হয়ে যেত। কিন্তু শেষ বলে ইয়র্কার দেন ব্রড। তাতেও এক রান নিয়ে নেন বুমরাহ।