খাস খবর ডেস্ক: মার্চ মাসে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া মহিলা বিশ্বকাপ ২০২২ -এর জন্য দল নির্বাচন করেছিল বিসিসিআই। বিশ্বকাপের জন্য নির্বাচিত ১৫ সদস্যের দলে জায়গা হয়নি জেমিমা রদ্রিগেস ও শিখা পান্ডের। এছাড়াও বিশ্বকাপের জন্য নির্বাচিত ১৫ সদস্যের ভারতীয় দলে পুনম রাউতেরও নাম নেই। দলের সদস্যদের নাম ঘোষণার পরপরই পুনম রাউত নীরবতা ভেঙেছেন। দলে জায়গা না পাওয়ায় তার ক্ষোভ প্রকাশ করেছেন। দলে জায়গা না পাওয়ায় বেশ হতাশ পুনম রাউত।
টুইটারে একটি পোস্ট করে নিজের মনের কথা জানিয়েছেন ডানহাতি ব্যাটসম্যান পুনম। তিনি টুইটে লিখেছেন যে, “আমি ভারতের অভিজ্ঞ ব্যাটসম্যানদের একজন এবং ধারাবাহিক রান স্কোরার হিসাবে বিবেচিত। বিশ্বকাপ দলে না থাকাতে আমি অত্যন্ত হতাশ। ২০২১ সালে আমি ৭৩.৭৮ গড়ে ২৯৫ রান করেছি। যার মধ্যে একটি সেঞ্চুরি এবং দুটি হাফ সেঞ্চুরি রয়েছে। পারফর্ম করার পরেও, অবশ্যই দলে নির্বাচিত না হওয়ার জন্য অনুশোচনা হচ্ছে। তবে তা সত্ত্বেও, আমি ভারতের প্রতিনিধিত্বকারী সমস্ত খেলোয়াড়দের আমার শুভেচ্ছা জানাতে চাই।”
আরও পড়ুন: টি -২০ তে নতুন নিয়ম জারি করল আইসিসি, ভুল করলেই কঠিন শাস্তি
— Punam Raut (@raut_punam) January 6, 2022
একই সঙ্গে ভারতীয় সমর্থকরা এই নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন তুলছেন। অন্যদিকে প্রধান নির্বাচক নীতু ডেভিডের বক্তব্য সামনে এসেছে। বিসিসিআই মহিলা দলের প্রধান নির্বাচক নীতু ডেভিড বৃহস্পতিবার বলেছেন যে, পাঁচ সদস্যের নির্বাচক কমিটিকে ২০২২ ক্রিকেট বিশ্বকাপের জন্য ভারতীয় দলের নির্বাচনের বিষয়ে কথা বলার অনুমতি নেই। ভারতীয় দল নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে খেলোয়াড় নির্বাচন নিয়ে সাংবাদিক সম্মেলন হবে কিনা জানতে চাইলে নীতু বলেন, “আমি এখনও এই বিষয়ে অবগত নই।”