Shoaib Sania: শোয়েবকে ছাড়া কেমন সময় কাটছে সানিয়ার 

0
39
sania-mirza-and-shoaib-malik-are-officially-divorced-reveals-the-couples-close-friend

 

শান্তি রায়চৌধুরী: দুই সপ্তাহ আগে গ্রান্ড স্লাম থেকে অশ্রুসিক্ত হয়ে টেনিসকে বিদায় জানিয়েছেন সানিয়া মির্জা। বিদায়ের মুহূর্তে পরিবারের সবাইকে কাছে পেলেও জীবনসঙ্গী শোয়েব মালিককে পাশে পাননি এই টেনিস সুন্দরী (Shoaib Sania)। তবে বর্তমানে আদরের ছেলে ইজহান মির্জা মালিককে নিয়ে বেশ ভালোই সময় কাটছে এই ভারতীয় টেনিস তারকার। ফটো শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে এমন দৃশ্যই তুলে ধরেছেন তিনি।

- Advertisement -

এদিকে পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছে, সানিয়ার শেয়ার করা ফটোতে বোঝা যাচ্ছে, ছেলেকে নিয়ে দারুণ সময় কাটাচ্ছেন সদ্য অবসরে যাওয়া ৩৬ বছর বয়সি এই তারকা খেলোয়াড়। মা-ছেলের হৃদয়গ্রাহী ছবি ভক্তদের মুগ্ধ করেছে। ছবির ক্যাপশনে সানিয়া লিখেছেন, ‘মোর অব দিস’। ছবিতে দেখা যায়, সানিয়া একটি সোফায় বসে ছেলেকে জড়িয়ে ধরে রেখেছেন। যেখানে মা-ছেলে দুজনকেই বেশ উৎফুল্ল মনে হচ্ছে। ক্যামেরার সামনে উজ্জ্বল হাসিও দিয়েছেন এই সেলিব্রেটি অ্যাথলেট। অপরদিকে, চার বছরের চটপটে ইজহান ক্যামেরার দিকে জিভ বের করে তার দুষ্টুমির দৃষ্টিতে মায়ের দিকে তাকাচ্ছে। ছবি দেখেই যে কেউ বুঝবে, মা-ছেলে চমৎকার সময় কাটাচ্ছে।

আরও পড়ুন: Women’s T20 WC: ভারত-পাকিস্তান ম্যাচে এই পাঁচজন খেলার মোড় ঘুরিয়ে দিতে পারেন

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় একটি ছবিতে সানিয়া (Shoaib Sania) ইজহানের গালে একটি মৃদু খোঁচা দিচ্ছেন, কারণ সে তার মায়ের ভালোবাসা ও মনোযোগটা বেশ উপভোগ করছে। এই মা-ছেলে জুটির ছবির সর্বশেষ ইনস্টাগ্রাম পোস্টে লক্ষাধিক লাইক ও লাভ রিয়েক্ট পড়েছে। টেনিস থেকে অবসরের ঘোষণা দিয়ে সানিয়া বলেছেন, জীবনের নতুন অধ্যায় তিনি শুরু করতে যাচ্ছেন। কি সেই নতুন অধ্যায়? নতুন করে কোন সংসার জীবন নাকি এই উপমহাদেশের ক্রিকেটের জন্য কিছু করা?