28 C
Kolkata
Tuesday, October 8, 2024
Home ক্রিকেট অলিম্পিয়ানদের জন্য সাড়ে ৮ কোটি ভেঙে দেবে ক্রিকেট নিয়ে খারাপ ধারণাটা?

অলিম্পিয়ানদের জন্য সাড়ে ৮ কোটি ভেঙে দেবে ক্রিকেট নিয়ে খারাপ ধারণাটা?

বিশ্বদীপ ব্যানার্জি: ক্রিকেটকে নিয়ে দেশের অন্যান্য খেলার সঙ্গে যুক্ত তারকাদের ক্ষোভটা দীর্ঘদিনের। সম্প্রতি মুখ খুলেছিলেন ২০২২ সালে ঐতিহ্যবাহী থমাস কাপজয়ী দলের সদস্য চিরাগ শেট্টি। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর রোহিত শর্মা এবং অন্যান্য মুম্বাইয়ের ক্রিকেটারদের সংবর্ধনা দিয়েছিল মহারাষ্ট্র সরকার। অলিম্পিকের (Paris Olympic) আগে  এই ঘটনাতেই ক্ষুব্ধ চিরাগ তোপ দেগে বলেন, থমাস কাপ বিশ্বকাপের থেকে কোনও অংশে কম নয়। কিন্তু তারপরেও তাঁকে বা তাঁর দলকে কোনও রকম সংবর্ধনা দেওয়া হয়নি থমাস কাপ জেতার পর।

- Advertisement -

 

সামাজিক মাধ্যমে নেটিজেনরাও কম যান না। তাঁদের মধ্যে কেউ কেউ তো এমনও দাবি করেছেন যে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে রোহিতরা বোর্ডের কাছ থেকে যে ১২৫ কোটি টাকা পুরস্কার হিসেবে পেয়েছেন তা ভারতীয় ফুটবলের সাহায্য দান করে দেওয়া উচিত ছিল। এইসব নমুনা মাথায় রাখলে বলতেই হয় যে অলিম্পিকের (Paris Olympic) মাত্র ৫ দিন আগে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে চলা ক্রীড়াবিদদের জন্য সাড়ে আট কোটি টাকা ঘোষণা করাটা আসলে এক দুর্দান্ত মাস্টার স্ট্রোক বিসিসিআইয়ের।

- Advertisement -

আরও পড়ুনঃ আবার হবে ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ? হঠাৎ কেন এত মরিয়া পিসিবি?

প্যারিসে এবারের অলিম্পিকে (Paris Olympic) ভারতের হয়ে মোট ১১৭ জন প্রতিযোগী অংশ নিতে চলেছেন। এঁদের মধ্যে ৭০ জন পুরুষ এবং ৪৭ জন মহিলা। অলিম্পিক শুরু হওয়ার মাত্র ৫ দিন আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ্ সোশ্যাল মিডিয়ায় লেখেন, “আমরা ভারতের অলিম্পিক সংস্থাকে সাড়ে ৮ কোটি টাকা দেব। যাঁরা যাঁরা ভারতের হয়ে অলিম্পিকে অংশগ্রহণ করতে চলেছেন তাদের জন্য এই ঘোষণা করতে পেরে আমরা গর্বিত। সকল প্রতিযোগীকে শুভেচ্ছা জানাই। দেশকে গর্বিত করুন আপনারা।”

খাস খবর ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/5eGwbh7XqkKR1mRr/?mibextid=qi2Omg

- Advertisement -

ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে অলিম্পিকে (Paris Olympic) অংশগ্রহণকারীদের সহযোগিতায় এগিয়ে আসা এবারেই প্রথম নয়। এর আগে গত টোকিও অলিম্পিকে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদেরও ৪ কোটি টাকার আর্থিক পুরস্কার দিয়েছিল বিসিসিআই। কিন্তু এবারে অলিম্পিক শুরুর আগেই দেশের প্রতিনিধিত্বকারীদের জন্য সাড়ে ৮ কোটি টাকা বরাদ্দ করার ঘটনা সত্যিই অভূতপূর্ব।

BCCI

তবে কি জয় শাহ্, রজার বিনিরা এবারে বদ্ধপরিকর ক্রিকেটের বিরুদ্ধে দেশের অন্যান্য ক্রীড়ার দীর্ঘদিনের অভিযোগটাকে ভুল সাব্যস্ত করতে? হ্যাঁ, প্রশ্নটা থাকছেই। এই কারণেই থাকছে, বিশ্বের অন্যতম ধনী ক্রীড়া সংস্থা বিসিসিআই যদি এই সাড়ে ৮ কোটি টাকা বরাদ্দ না করত, তাহলেও কিছু এসে যেত না অলিম্পিয়ানদের। রিলায়েন্স ফাউন্ডেশন, আদানি গ্রুপসহ মোট ১২ টি স্পনসরের সহযোগিতায় ইতিমধ্যেই ১০০ কোটি টাকার বেশি পেয়ে গিয়েছিল ভারতের অলিম্পিক সংস্থা। বিসিসিআই ১৩ নম্বর স্পনসর। সুতরাং এবার এটাই দেখার ফলাফল কী হয়। অন্যান্য খেলার সঙ্গে যুক্ত ব্যক্তিত্বরা কি বেরিয়ে আসতে পারবেন ক্রিকেটের বিরুদ্ধে দীর্ঘদিনের খারাপ ধারণাটা ভেঙে?

- Advertisement -

সপ্তাহের সবচেয়ে জনপ্রিয় সংবাদ

IND vs BAN: নো লাক নেলসন

শুভম দে: ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের খেলা চলছে গ্রিন পার্কে। প্রথম দিনে কিছুসময় খেলা হলেও, বৃষ্টিতে ভেসে গেছে মাঝের দুদিন। অবশেষে আজ রোদের ওম গায়ে...

মুকুটে নয়া পালক, পরের লক্ষ্য ঠিক করে ফেলেছেন ৩৭ বছর বয়সী মেসি

স্পোর্টস ডেস্ক: বছর দুয়েক আগে কাতারে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেছেন আর্জেন্টিনাকে। চলতি বছরে টানা দ্বিতীয়বার জিতে নিয়েছেন কোপা আমেরিকা। কিন্তু এরপরও আত্মতুষ্টি বা ক্লান্তির লেশমাত্র...

মহালয়ায় বৃষ্টি, পুজোতেও কি ভাসবে শহর

কলকাতা: পুজোয় আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে যথেষ্ট চিন্তিত বঙ্গবাসী। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পুজোয় বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। রাত পেরোলেই...

AFC Champions League 2 -এর ম্যাচ খেলতে ইরান যাচ্ছে না মোহনবাগান

স্পোর্টস ডেস্ক: ইরানে খেলতে যাচ্ছেনা মোহনবাগান সুপার জায়ান্টস। নিরাপত্তার কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল অর্থ্যাৎ ২ অক্টোবর ইরানের তাবরিজ শহরে এএফসি চ্যাম্পিয়ন্স...

খবর এই মুহূর্তে

সন্দীপদের এবার জেলে গিয়ে জেরা করতে পারবে ইডি, জিজ্ঞাসাবাদ চলবে তাঁর দুই সঙ্গীকেও

খাসডেস্ক: আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষদের (sandip ghosh) জেলে গিয়ে জেরা করতে চায় ইডি (ED)। সেই মোতাবেক আদালতে জানানো হয়েছিল আবেদন। এবার সেই আবেদন...

পড়ল পোস্টার, ঘোষণা হল পুরস্কারও, নাবালিকা নিখোঁজে মহিষমারির ‘উল্টো’ ভূমিকায় নিউটাউন পুলিশ

পলাশ নস্কর, নিউটাউন:  বাবার কাছে বকুনি খেয়ে ১০ বছরের মেয়েটি বাড়ি ছেড়েছিল গত ২৮ শে সেপ্টেম্বর। অভিযোগ তারপর থেকেই বেপাত্তা। ওইদিন নাবালিকা মেয়েটি তার বাবা...

এই পুজোতেও জেলের ওপারে, বাঙালির মহোৎসবে জেল মুক্তির সম্ভাবনা কম পার্থ, সুবীরেশ, শান্তিপ্রসাদদের

খাসডেস্ক: কলকাতা হাইকোর্টে (KOLKATA HIGH COURT) নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (PARTHA CHATTERJEE) জামিনের শুনানি শেষ হল। পুজোর পর রায় দানের...

পঞ্চমী থেকে দশমী কেমন থাকবে আবহাওয়া, জানাল হাওয়া অফিস

কলকাতা: বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে গত কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টি হতে দেখা গিয়েছে বেশ কিছু জেলায়। আর এই বৃষ্টি চিন্তায় ফেলছে সাধারণ মানুষদের। পুজোয়...