বিশ্বদীপ ব্যানার্জি: ক্রিকেটকে নিয়ে দেশের অন্যান্য খেলার সঙ্গে যুক্ত তারকাদের ক্ষোভটা দীর্ঘদিনের। সম্প্রতি মুখ খুলেছিলেন ২০২২ সালে ঐতিহ্যবাহী থমাস কাপজয়ী দলের সদস্য চিরাগ শেট্টি। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর রোহিত শর্মা এবং অন্যান্য মুম্বাইয়ের ক্রিকেটারদের সংবর্ধনা দিয়েছিল মহারাষ্ট্র সরকার। অলিম্পিকের (Paris Olympic) আগে এই ঘটনাতেই ক্ষুব্ধ চিরাগ তোপ দেগে বলেন, থমাস কাপ বিশ্বকাপের থেকে কোনও অংশে কম নয়। কিন্তু তারপরেও তাঁকে বা তাঁর দলকে কোনও রকম সংবর্ধনা দেওয়া হয়নি থমাস কাপ জেতার পর।
সামাজিক মাধ্যমে নেটিজেনরাও কম যান না। তাঁদের মধ্যে কেউ কেউ তো এমনও দাবি করেছেন যে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে রোহিতরা বোর্ডের কাছ থেকে যে ১২৫ কোটি টাকা পুরস্কার হিসেবে পেয়েছেন তা ভারতীয় ফুটবলের সাহায্য দান করে দেওয়া উচিত ছিল। এইসব নমুনা মাথায় রাখলে বলতেই হয় যে অলিম্পিকের (Paris Olympic) মাত্র ৫ দিন আগে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে চলা ক্রীড়াবিদদের জন্য সাড়ে আট কোটি টাকা ঘোষণা করাটা আসলে এক দুর্দান্ত মাস্টার স্ট্রোক বিসিসিআইয়ের।
আরও পড়ুনঃ আবার হবে ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ? হঠাৎ কেন এত মরিয়া পিসিবি?
প্যারিসে এবারের অলিম্পিকে (Paris Olympic) ভারতের হয়ে মোট ১১৭ জন প্রতিযোগী অংশ নিতে চলেছেন। এঁদের মধ্যে ৭০ জন পুরুষ এবং ৪৭ জন মহিলা। অলিম্পিক শুরু হওয়ার মাত্র ৫ দিন আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ্ সোশ্যাল মিডিয়ায় লেখেন, “আমরা ভারতের অলিম্পিক সংস্থাকে সাড়ে ৮ কোটি টাকা দেব। যাঁরা যাঁরা ভারতের হয়ে অলিম্পিকে অংশগ্রহণ করতে চলেছেন তাদের জন্য এই ঘোষণা করতে পেরে আমরা গর্বিত। সকল প্রতিযোগীকে শুভেচ্ছা জানাই। দেশকে গর্বিত করুন আপনারা।”
খাস খবর ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/5eGwbh7XqkKR1mRr/?mibextid=qi2Omg
ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে অলিম্পিকে (Paris Olympic) অংশগ্রহণকারীদের সহযোগিতায় এগিয়ে আসা এবারেই প্রথম নয়। এর আগে গত টোকিও অলিম্পিকে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদেরও ৪ কোটি টাকার আর্থিক পুরস্কার দিয়েছিল বিসিসিআই। কিন্তু এবারে অলিম্পিক শুরুর আগেই দেশের প্রতিনিধিত্বকারীদের জন্য সাড়ে ৮ কোটি টাকা বরাদ্দ করার ঘটনা সত্যিই অভূতপূর্ব।
তবে কি জয় শাহ্, রজার বিনিরা এবারে বদ্ধপরিকর ক্রিকেটের বিরুদ্ধে দেশের অন্যান্য ক্রীড়ার দীর্ঘদিনের অভিযোগটাকে ভুল সাব্যস্ত করতে? হ্যাঁ, প্রশ্নটা থাকছেই। এই কারণেই থাকছে, বিশ্বের অন্যতম ধনী ক্রীড়া সংস্থা বিসিসিআই যদি এই সাড়ে ৮ কোটি টাকা বরাদ্দ না করত, তাহলেও কিছু এসে যেত না অলিম্পিয়ানদের। রিলায়েন্স ফাউন্ডেশন, আদানি গ্রুপসহ মোট ১২ টি স্পনসরের সহযোগিতায় ইতিমধ্যেই ১০০ কোটি টাকার বেশি পেয়ে গিয়েছিল ভারতের অলিম্পিক সংস্থা। বিসিসিআই ১৩ নম্বর স্পনসর। সুতরাং এবার এটাই দেখার ফলাফল কী হয়। অন্যান্য খেলার সঙ্গে যুক্ত ব্যক্তিত্বরা কি বেরিয়ে আসতে পারবেন ক্রিকেটের বিরুদ্ধে দীর্ঘদিনের খারাপ ধারণাটা ভেঙে?