খাস খবর ডেস্ক: ফুটবল জগতে হামেশাই ধর্ষণের ঘটনা নিয়ে শোরগোল পড়ে যায়। অনেক ফুটবলারদের বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ রয়েছে। প্রাক্তন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রোবিনহো এক তরুণীকে ধর্ষণের দায়ে অভিযুক্ত ছিলেন। সেই দোষে নয় বছরের জেল খাটার শাস্তি পেয়েছেন। বুধবার ইতালির শীর্ষ আদালত এমনটাই জানিয়েছে। অন্য দেশে সাজাপ্রাপ্ত হলে ব্রাজিল তার নিজস্ব নাগরিকদের হস্তান্তর করে না। যদিও রোবিনহোর ইতালির সঙ্গে চুক্তি আছে।
শাস্তির বিরুদ্ধে আবারও আবেদন জানিয়েছিলেন রোবিনহো। কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছে আদালত। এই ধর্ষণের ঘটনায় ২০১৭ সালে রোবিনহোকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। সেই সঙ্গে তাঁর এক বন্ধু রিকার্ডো ফালকোকেও দোষী সাব্যস্ত করা হয়। অবশ্য আদালত জানিয়েছে, রোবিনহোরা চাইলে ব্রাজিলের জেলেও সাজা খাটতে পারেন। ব্রাজিলের প্রশাসনের সঙ্গে কথা বলবে তারা।
আরও পড়ুন: Viral Video: রীতিনীতি ভেঙে বুলেটে চেপেই বিয়ের মণ্ডপে হাজির কনে
এই ঘটনাটি ঘটেছিল ২০১৩ সালে। তখন ইতালির ক্লাব এসি মিলানের হয়ে খেলতেন রোবিনহো। রোমের একটি পানশালায় আলবেনিয়ার ২২ বছরের এক তরুণীকে জোর করে মদ্যপ করে গণধর্ষণের অভিযোগ উঠেছিল। রোবিনহো সহ আরও ছয় জন যুক্ত ছিলেন এই ঘটনার সঙ্গে। ইতালীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সেই রাতে মিলানে তার ২৩ তম জন্মদিন উদযাপন করছিলেন রোবিনহো। উল্লেখ্য, ৩৭ বছর বয়সী রোবিনহো রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি এবং মিলান সহ অন্যান্য ক্লাবে খেলেছিলেন। সান্তোসে তার কেরিয়ার শুরু করেছিলেন তিনি।