খাস খবর ডেস্ক: সবকিছু যেন হিসেব অনুযায়ী মিলে যাচ্ছে, ভারতের টি -২০ বিশ্বকাপের সেমিফাইনালের অঙ্কটাও ঠিক তেমন। স্কটল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় বোলারদের দুর্দান্ত বোলিংয়ের পরে ওপেনার কেএল রাহুলের (১৯ বলে ৫০ রান) ঝোড়ো ইনিংসের সৌজন্যে জয়ী ভারত। শুক্রবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা স্কটল্যান্ডকে আট উইকেটে হারিয়েছে ভারত। বিরাটদের এই বড় জয়ের দিনে খাস খবরের কাছে এল এক এক্সক্লুসিভ ছবি। সেই ছবি আর কারোর নয়, বরং ভারতের নয়া নিযুক্ত হেড কোচ রাহুল দ্রাবিড়ের।
এই ছবিতে দেখা যাচ্ছে বাজি কিনতে ব্যস্ত প্রাক্তন ভারত অধিনায়ক তথা নয়া কোচ রাহুল দ্রাবিড়। দিওয়ালির মরশুম চলছে, মার্কেটে তাই বাজি কিনছেন দ্রাবিড়। যদিও পরিবেশ দূষণের কথা ভেবে অনেকেই এড়িয়ে চলেন আতসবাজি। তবে ভারতের এই বড় জয়ের পর দ্রাবিড় বাজি কিনে উৎসব করতেই পারেন। হাজার হোক নিজের দল বলে কথা। রবি শাস্ত্রীর পর কে আসবেন ভারতীয় ক্রিকেট দলের হেড কোচের দায়িত্বে। সেই নিয়ে জল্পনা চলছিলই। অবশেষে জল্পনার অবসান। টি -২০ বিশ্বকাপের পরেই হেড কোচের দায়িত্বে নিযুক্ত হচ্ছেন রাহুল দ্রাবিড়।
আরও পড়ুন: Racism: বর্ণবিদ্বেষ বিতর্কের জের, ইয়র্কশায়ার ক্লাবের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল ইসিবি
শুক্রবার ম্যাচের কথা বললে টি -২০ আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বড় জয় নথিভুক্ত করেছে বিরাট বাহিনী। অধিনায়ক বিরাট কোহলি তাঁর ৩৩ তম জন্মদিনে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। প্রথমে ব্যাট করতে নেমে স্কটল্যান্ডকে ১৭.৪ ওভারে ৮৫ রানে অলআউট করে দেয় ভারত। তারপরে দুই উইকেট হারিয়ে মাত্র ৪৯ বলে রান তাড়া করে নেয় ভারত। এই জয়ের পরে ভারতের নেট রানরেট +১.৬২৯ হয়েছে, যা গ্রুপ ২ -এর ছয়টি দলের মধ্যে সেরা। প্রথম স্থানে থাকা পাকিস্তানের নেট রান রেটও +১.০৬৫। আফগানিস্তানের নেট রান রেট +১.৪৮১। রাহুল ছাড়াও রোহিত শর্মা ১৬ বলে ৩০ রান করেন রোহিত।