
সব্যসাচী ঘোষ : শনিবার নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল এটিকে মোহনবাগান ও মহমেডান স্পোর্টিং। আর এর জেরে প্রশ্ন উঠছে, ডুরান্ডের আগে কি কোনও প্রস্তুতি ম্যাচ খেলবে না ইস্টবেঙ্গল? একেবারে স্টেজে মেরে দেওয়ার ভাবনা কি রয়েছে লাল-হলুদ ব্রিগেডের! এই নিয়ে এবার এল বড় খবর। যা জানা গিয়েছে, আগামী ১৬ আগস্ট একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল।
এবং এই ম্যাচটিও হবে নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে। কোচ স্টিফেন কনস্টাইনটাইনের অধীনে এটিই হবে ইস্টবেঙ্গলের প্রথম প্রস্তুতি ম্যাচ। কিন্তু প্রতিপক্ষ হবে কারা? এর আগে মুম্বই সিটি এফসির নাম আসলেও তারা বিপুল ফি চাইছে, যা দিতে অক্ষম আয়োজকরা। এই পরিস্থিতিতে এবার কলকাতা লিগের দ্বিতীয় ডিভিশনের দল ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে খেলতে হবে ইস্টবেঙ্গলকে।
আরও পড়ুন: যৌনতায় উত্তাল বার্মিংহাম কমনওয়েলথ
বিধায়ক পার্থ ভৌমিক জানিয়েছেন, কিবু ভিকুনার দলের বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল। ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল। নিজেদের মাঠে তিন দিন অনুশীলন করেছে স্টিফেন কনস্টানটাইন ও বিনো জর্জের ছেলেরা। যদিও ইভান গোঞ্জালেজ এখনও অবধি দেশে আসতে পারেননি।