
স্পোর্টস ডেস্ক: দলগঠনের বাজারে আরও এক চমক দিল ইস্টবেঙ্গল। দুই মরশুম ধরে খারাপ ফলের ধারা আর অব্যহত রাখতে চাইছে না লাল-হলুদ ম্যানেজমেন্ট। এফসি গোয়ার স্প্যানিশ সেন্ট্রাল ডিফেন্ডার ইভান গঞ্জালেজের পর ইস্টবেঙ্গলে (East Bengal) যোগ দিলেন আরও এক তরুণ ফুটবলার। ২৪ বছর বয়সী মিডফিল্ডার মোবাশির রহমান তিন বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে সই করল। উইঙ্গার ছাড়াও তিনি ডিফেন্সিভ মিডফিল্ড হিসেবেও পারদর্শী।
বহুমুখী এই মিডফিল্ডার টাটা ফুটবল অ্যাকাডেমির ছাত্র। জামশেদপুর এফসির হয়ে ৫৩ টি ম্যাচ খেলেছেন তিনি। ২০২১-২২ সালের আইএসএল শিল্ড জয়ী দলের সদস্য ছিলেন তিনি। সম্প্রতি সমাপ্ত মরশুমে ১৩ টি ম্যাচ খেলেছেন মোবাশির। এর মধ্যে দুটি অ্যাসিস্টও করেছেন তিনি। আগামী ৩১ মে চুক্তি শেষ হওয়ার পর ফ্রি এজেন্ট হিসেবে মোবাশির লাল-হলুদ শিবিরে যোগ দেবেন।
আরও পড়ুন: Dope Test -এ ব্যর্থ ভারতের দুই তারকা ক্রীড়াবিদ
ভবিষ্যতে আরও বড় তারকা খেলোয়াড় সই করাতে চলেছে ম্যানেজমেন্ট। গত দুই বছর দেরিতে দলগঠন করে বিপাকে পড়েছিল লাল-হলুদ ম্যানেজমেন্ট। এবার অনেক আগে থেকেই দলগঠনের কাজে নেমে পড়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। আগে থেকেই দলবদলের বাজারে নেমে ভালো দেশী-বিদেশী খেলোয়াড় সই করতে চাইছে লাল-হলুদ ম্যানেজমেন্ট।