রাজারহাট সেন্টার অফ এক্সেলেন্সে আর অনুশীলন করবে না ইস্টবেঙ্গল

0
14
  emami east bengal doing this job to prevent fans

সব্যসাচী ঘোষ : ডুরান্ড কাপ শেষ হওয়ার পরপরই ইস্টবেঙ্গল মাঠ ছেড়ে রাজারহাটের এআইএফএফ সেন্টার অফ এক্সেলেন্সে অনুশীলন করতে নামে ইমামি ইস্টবেঙ্গল এফসি। মূলত খারাপ মাঠের কারণে স্থান বদলায় ইস্টবেঙ্গল দল। কিন্তু এবার যা খবর, তাতে আবারও নতুন এক স্থানে গিয়ে অনুশীলন করবে ইস্টবেঙ্গল। যা জানা যাচ্ছে, যুবভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাক্টিস গ্রাউন্ডে অনুশীলন করবে ইস্টবেঙ্গল। কিন্তু কেন এমনটা হয়েছে?

মূলত দুটি কারণের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। প্রথমত, মাঠ ভালো হলেও পরিকাঠামো একেবারেই নেই সেন্টার অফ এক্সেলেন্সে। নেই কোনও ড্রেসিং রুম। তার উপর নিরাপত্তাও অত্যন্ত শিথিল, ক্লোজড ডোর অনুশীলন বা প্রস্তুতি ম্যাচ হলেও, সেগুলির ভিডিও চলে আসছে প্রকাশ্যে।

- Advertisement -

এছাড়া, মাঠের চারিপাশে ঘন জঙ্গল ও চুড়ান্ত অব্যবস্থা একেবারেই পছন্দ হচ্ছে না ব্রিটিশ হেড কোচের। আর সেই কারণে উন্নত মানের যুবভারতী ক্রীড়াঙ্গনের অনুশীলন মাঠে অনুশীলন করবে ইস্টবেঙ্গল। যা খবর, দুর্গাপুজোর পরেই যুবভারতী ক্রীড়াঙ্গনে কালো পর্দা দিয়ে অনুশীলন করবে ইমামি ইস্টবেঙ্গল এফসি।