
সব্যসাচী ঘোষ : আগামী রবিবার জামসেদপুর এফসির বিরুদ্ধে কঠিন অ্যাওয়ে ম্যাচ খেলতে নামবে ইস্টবেঙ্গল। আর সেই কারণে শুক্রবার সকালে টাটানগরে হাজির হল ইস্টবেঙ্গল। কিন্তু যেটি গুরুত্বপূর্ণ, সেটি হল, কিভাবে তাঁরা এলেন।
শুক্রবার সকালে দেখা যায়, বিমানে নয়, ট্রেনে করে টাটানগর স্টেশনে এসেছেন ইস্টবেঙ্গল খেলোয়াড়রা। হাওড়া থেকে ট্রেন ধরে টাটানগরে এসেছেন খেলোয়াড়রা। আর এই নিয়ে প্রশ্ন তুলেছেন সমর্থকরা, তাহলে কি লগ্নিকারী সংস্থা ইমামির অর্থ একেবারেই কমে গিয়েছে, যে খেলোয়াড়দের বিমানে না করে ট্রেনে পাঠানো হচ্ছে।
আরও পড়ুন: আজ ফেভারিট ইংল্যান্ডের সামনে যুক্তরাষ্ট্র
আসলে, বিষয়টি যুক্তিগত দিক থেকে দেখলে ঠিকই রয়েছে। কারণ বিমানে কলকাতা থেকে রাঁচি অবধি র্যুট রয়েছে, আর তারপর রাঁচি থেকে জামসেদপুর দুই ঘন্টা দূর। এর থেকে ট্রেনে জামসেদপুর আসার বিষয়টি একেবারে যুক্তিযুক্ত।