Orange ও Purple Cap -র সঙ্গে খোশমেজাজে ধনশ্রী ভর্মা

0
31

স্পোর্টস ডেস্ক: সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন রাজস্থান রয়্যালস রবিবার আইপিএল জিততে ব্যর্থ। ফাইনালে গুজরাট টাইটান্সের কাছে সাত উইকেটে পরাজিত। এই পরাজয়ের পর ১৪ বছর পর দলের ট্রফি জয়ের স্বপ্ন আবারও অধরাই থেকে গেল। রাজস্থান রয়্যালস এই বছর ট্রফি জিততে না পারলেও তাদের খেলোয়াড়রা অরেঞ্জ এবং পার্পল ক্যাপ পেয়েছে। জস বাটলার ১৫ তম মরশুমে ৮৬৩ রান করে অরেঞ্জ ক্যাপ জিতেছেন। এবং যুজবেন্দ্র চাহাল টুর্নামেন্টে ২৭ টি উইকেট নিয়ে পার্পল ক্যাপ জিতেছেন।

- Advertisement -

ট্রফি না জেতার জন্য বাটলার এবং চাহাল অবশ্যই দু:খিত। কিন্তু আইপিএল শেষ হওয়ার পর দুই খেলোয়াড়কে মজা করতে দেখা গিয়েছে। চাহালের স্ত্রী ধনশ্রী তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চাহাল ও বাটলারের সঙ্গে গত রাতের কিছু ছবি ও ভিডিও পোস্ট করেছেন। ক্যাপশনে ধনশ্রী লিখেছেন “অরেঞ্জ এবং পার্পলের মাঝে গোলাপী..। চাহল এবং বাটলারের প্রতি আমার যে শ্রদ্ধা ও ভালবাসা আছে তা বোঝানো যাবে না। বাটলার আপনি একজন ভদ্রলোক এবং সবচেয়ে বিস্ময়কর ব্যক্তি। নিশ্চিতভাবে আমাদের মজার সময়, এবং ট্রফি পাইনি কিন্তু আমরা অবশ্যই অনেকের হৃদয় জয় করেছি।”

আরও পড়ুন: বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ইংল্যান্ডের দুই মহিলা ক্রিকেটার

নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা আইপিএল ২০২২ -এর ফাইনালে রাজস্থান রয়্যালসকে সাত উইকেটে পরাজিত করে গুজরাটের আইপিএল ট্রফি জয় হল। এর মাধ্যমে হার্দিক পাণ্ডিয়া আইপিএলের ইতিহাসে তৃতীয় অধিনায়ক হয়েছেন, যিনি অধিনায়ক হিসেবে অভিষেক মরশুমেই আইপিএল ট্রফি জিতেছেন। শেন ওয়ার্ন এবং রোহিত শর্মা হার্দিকের আগে এই আশ্চর্যজনক কাজটি করেছেন। গুজরাটের ট্রফি জেতার পর পাঁচ বছর পর আইপিএল পেয়েছে নতুন চ্যাম্পিয়ন।