
স্পোর্টস ডেস্ক: বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় নোভাক জকোভিচের ভ্যাকসিন নেওয়া নিয়ে বিতর্ক চলছিল। তবে এবার ভ্যাকসিন না নেওয়া সত্ত্বেও মে মাসে ফ্রেঞ্চ ওপেনে খেলতে পারবেন জকোভিচ। করোনার টিকা দেওয়ার জন্য ফরাসি সরকারের নতুন নিয়মের কারণে জকোভিচ খেলতে পারবেন। অস্ট্রেলিয়ার সরকারের কঠোর করোনা ভ্যাকসিনেশন নিয়ম না মানায় জকোভিচকে অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে দেওয়া হয়নি। সেই দেশ থেকে নির্বাসিতও করা হয়েছিল।
এরপরই মনে হয়েছিল ফ্রেঞ্চ ওপেনও খেলতে পারবেন না তিনি। ফ্রান্সের একটি নতুন আইন অনুযায়ী এই ধরনের লোকদের স্টেডিয়াম, রেস্তোরাঁ, বার বা অন্যান্য পাবলিক জায়গায় প্রবেশ করতে দেওয়া হবে না যারা করোনার ভ্যাকসিন পাননি। ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী রোকসানা এম বলেছেন যে আইনটি পাশ হওয়ার সঙ্গে সঙ্গে প্রতিটি পাবলিক জায়গায় প্রবেশের জন্য ভ্যাকসিনেশন নেওয়া বাধ্যতামূলক করা হবে।
আরও পড়ুন:কে জিতবে আইএসএল, মতামত জানালেন প্রাক্তন ইস্টবেঙ্গল কোচ
এটি দর্শক, ফরাসি বা বিদেশী নাগরিকদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। সোমবার থেকে কার্যকর হওয়া এই আইনের অধীনে যে ব্যক্তি গত ছয় মাসে করোনা সংক্রমণের প্রমাণ দেবেন তাকে এই পাশ দেখাতে হবে না। এর মানে জসকোভিচ মে-জুন মাসে ফ্রেঞ্চ ওপেন খেলতে পারেন কারণ তিনি ডিসেম্বরের মাঝামাঝি সময়ে সংক্রমিত হয়েছিলেন। ফরাসি ক্রীড়া মন্ত্রক যদিও এখনই জকোভিচকে নিয়ে কোনও মন্তব্য করেননি।