মাঠে খেলে মোহনবাগান জাতীয়তাবোধ পৌঁছে দিয়েছে দেশে: Mamata

0
79
chief-minister-mamata-banerjee-inaugurates-new-club-tent-of-mohun-bagan

কলকাতা: ১০ আগস্ট নিয়ে বেশ কিছুদিন ধরেই জোরদার প্রস্তুতি চলছিল মোহনবাগান ক্লাবে। উদ্বোধন হল মোহনবাগানের সুসজ্জিত ও নতুন ভাবে সেজে ওঠা তাঁবু। মোহনবাগান তাঁবু উদ্বোধন করতে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata)। গ্যালারির নীচের অংশ সবুজ-মেরুণ রঙে রাঙানো, সদস্যদের জায়গায় আধুনিকীকরণ, প্রেস বক্স ও ভিআইপি গ্যালারির সংস্করণ – সব মিলিয়ে বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে মোহনবাগান তাঁবু। বুধবার বিকেলে মোহনবাগান তাঁবুতে পা রেখে আবেগাপ্লুত হয়ে পড়লেন মুখ্যমন্ত্রী। নিজের মায়ের কথাও স্মরণ করলেন।

মুখ্যমন্ত্রী (Mamata) বলেন, “মোহনবাগানের তুলনা ওরা নিজেরাই। এই মাটি সোনার চেয়েও বেশি দামি। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান আসলে বাংলারই গর্ব। ইলিশ মাছ, চিংড়ি মাছ, রসগোল্লা বাংলার গর্ব। তিনটে ক্লাবকে সম্মান দিলাম বলে অনেকেই খারাপ কথা বলেছিল। মাঠে খেলে মোহনবাগান জাতীয়তা বোধ পৌঁছে দিয়েছে দেশে। মোহনবাগানের অনুষ্ঠান বললে আমার মায়ের কথা মনে পড়ে যায়। কারণ পেলে যখন খেলতে এসেছিল, আমার মা কালীঘাটে পুজো দিয়েছিলেন। আমার দাদা ইস্টবেঙ্গলে, আমার ভাই মোহনবাগানে। মহামেডানে কেউ নেই। আমি আছি। ছোটো ছোটো যে ক্লাবগুলোর কেউ নেই, তাদের জন্য আমি আছি।”

- Advertisement -

আরও পড়ুন: Asip Cup -র দলে কোথায় ভুল হল ভারতের, দেখে নিন দুর্বলতাগুলি

তিনি আরও বলেন, “আজ মোহনবাগানের অনুষ্ঠানে আসব বলে সবুজ-মেরুন শাড়ি পড়লাম। আমার কাছে লাল-হলুদ শাড়ি নেই। ইস্টবেঙ্গলের অনুষ্ঠানে লাল-হলুদ শাড়ি বানিয়ে নেব।” মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে সংবর্ধনা জানিয়ে অনুষ্ঠান শুরু হয়। মমতাকে উত্তরীয় পরিয়ে দেন সুব্রত ভট্টাচাৰ্য। ঐতিহ্যশালী তাঁবুর এই নবীকরণ উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরুপ বিশ্বাস, রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, সমবায় মন্ত্রী অরূপ রায়, প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচাৰ্য এবং সুব্রত ভট্টাচাৰ্য, ক্লাব সচিব দেবাশীষ দত্ত, সহ সচিব সত্যজিৎ চট্টোপাধ্যায়, সহ সভাপতি কুণাল ঘোষ, ফুটবল সচিব স্বপন বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল এটিকে মোহনবাগানের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কারও। কিন্তু তিনি আসেননি।