স্পোর্টস ডেস্ক: প্যারিস অলিম্পিকে ফাইনালে উঠেও পদক পাননি বিনেশ ফোগত। অতিরিক্ত ১০০ গ্রাম ওজনের কারণে বাদ পড়তে হয় তাঁকে। দেশে ফিরে কংগ্রেসে যোগ দিয়েছেন ভারতীয় কুস্তিগীর। শুধু তাই নয়, আসন্ন হরিয়ানা বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে চলেছেন তিনি এবং আরেক কুস্তিগীর বজরং পুনিয়া।
আরও পড়ুন: “বিশ্বকাপ না জিতলেও চলবে”, ৯০০ গোলের পর একী বললেন রোনাল্ডো!
এদিকে বিনেশরা ভোটে দাঁড়ানোর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বোমা ফাটালেন যৌন নিগ্রহে অভিযুক্ত বিজেপি নেতা তথা ভারতীয় কুস্তি ফেভারেশনের প্রাক্তন প্রধান ব্রিজভূষণ শরণ সিং। এই ব্রিজভূষণের বিরুদ্ধেই পথে নেমে আন্দোলন করেছিলেন বিনেশ-সাক্ষী-বজরংরা। এর জেরে শেষপর্যন্ত সভাপতির পদ থেকে অপসারিত হতে হয় ব্রিজভূষণকে।
সেই তিনিই এবার এক মারাত্মক অভিযোগ এনেছেন বিনেশ ফোগত এবং বজরং পুনিয়ার নামে। এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বিনেশকে সরাসরি চোরের তকমা দিয়ে ব্রিজভূষণ বলেন, “একই দিনে দুটো ভিন্ন বিভাগে ট্রায়াল দেওয়া যায়? ওজন নেওয়া হয়ে যাওয়ার পর পাঁচ ঘণ্টা ট্রায়াল বন্ধ রাখা যায়? কুস্তিতে আপনি জেতেননি। চুরি করে অলিম্পিকে গিয়েছিলেন।”
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
এরপরই আরও আক্রমণাত্মক ভঙ্গিতে বিজেপির প্রাক্তন সাংসদ বলেন, “ঈশ্বর আপনাকে এসবের শাস্তি দিয়েছে।” অন্যদিকে বজরং পুনিয়া সম্পর্কে তাঁর দাবি, “কোনওরকম ট্রায়াল ছাড়াই এশিয়ান গেমসে অংশ নিয়েছিলেন বজরং পুনিয়া। এটি মিথ্যা? গত আড়াই বছর ধরে কুস্তি বন্ধ ছিল।”