খাস খবর ডেস্ক: রেকর্ডের পর রেকর্ড। ভারত বনাম নিউজিল্যান্ড কানপুর টেস্ট যেন রেকর্ডের আখরা হয়ে উঠেছে। শনিবার সকালে কিউই ওপেনার উইল ইয়ংকে আউট করামাত্রই টেস্টে চলতি বছরের উইকেট তালিকায় শীর্ষে উঠে এসেছিলেন রবি অশ্বিন। দিন শেষ হতে হতে তাঁর অন্যতম সঙ্গী অক্ষর প্যাটেলের পালা।
আরও পড়ুন: কিউইদের বিরুদ্ধে সিরিজের মাঝেই পাকিস্তানকে হারালেন বিরাটের বাতিল বোলার
২০২১ য়ের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেকের পর এটি অক্ষরের চতুর্থ টেস্ট। ৪ টেস্টের নিরিখে সবথেকে বেশী ৫ উইকেট দখলের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন তিনি। মোট ৫ বার ৫ বা তার বেশী উইকেট নিয়েছেন। অক্ষর ছাড়াও একই স্থানে রয়েছেন ইংল্যান্ডের টম রিচার্ডসন এবং অস্ট্রেলীয় রডনি হগ। শীর্ষে ৬ বার ৫ উইকেটের সঙ্গে অস্ট্রেলিয়ারই চার্লি টার্নার।
আরও পড়ুন: Kolkata Derby: শ্যাম থাপাকে প্যাঁক দিয়েছিলেন, এদিকে নিজেই ইস্টবেঙ্গলী হতে বাধ্য হন উত্তমকুমার
কিউইদের প্রথম ইনিংসে শনিবার ৬২ রানের বিনিময়ে মোট ৫টি উইকেট নেন অক্ষর। এটি তাঁর সপ্তম ইনিংসে পঞ্চম ৫ উইকেট। সার্বিকভাবে নিয়েছেন মোট ৩২ উইকেট।স্বদেশীদের মধ্যে বাঁহাতি অর্থোডক্স টপকে গিয়েছেন নরেন্দ্র হিরওয়ানি এবং লক্ষ্মণ শিবরামকৃষ্ণকে। প্রথম ৪ টেস্টের নিরিখে উভয়েই মোট ৩ বার করে ৫ উইকেট দখল করেছিলেন।