ATK Mohun Bagan একটি আলাদা কোম্পানি, আলাদা হবে না: প্রতিবাদ অব্যাহত মেরিনার্সদের

0
99

খাস খবর ডেস্ক: কলকাতা ময়দানের ফুটবলপ্রেমীরা তাদের প্রিয় ক্লাবকে নিয়ে বরাবরই আবেগপ্রবণ। এটিকে ও কলকাতা ময়দানের প্রাচীণ ক্লাব মোহনবাগানের মার্জারে এক নতুন সত্ত্বাবিশিষ্ট দল হয়েছে যার নাম এটিকে-মোহনবাগান। আর এই এটিকে নাম নিয়েই যত ক্ষোভ মেরিনার্সদের। সোশ্যাল মিডিয়ায় জুড়ে বিভিন্ন সময় মোহনবাগান সমর্থকরা দাবি জানিয়ে এসছে ‘Remove ATK’। সোমবার হঠাৎই খবর ছড়িয়ে পড়ে, মোহনবাগানের নাম থেকে মুছে যেতে চলেছে ATK। অবশেষে বাস্তবায়িত হল মোহনবাগানিদের এই দাবি। তবে সত্যিই কি তাই?

সঞ্জীব গোয়েঙ্কার RPSG Sports Private limited য়ের সঙ্গে Merging মোটেই break হচ্ছে না। আসন্ন মরশুম থেকে RPSG Mohunbagan নামে মাঠে নামবে দল, এই খবরও ছড়িয়ে পড়েছিল নেট মাধ্যমে। এবারেই আইপিএলে লখনউ ফ্র্যাঞ্চাইজির মালিক হয়েছেন সঞ্জীব গোয়েঙ্কা। তিনি চান নিজের গ্রুপের অধীনস্থ সমস্ত খেলাধুলা-ই একটি অভিন্ন ব্যানারে থাকুক। আইপিএলে লখনউ ফ্র্যাঞ্চাইজির নামকরণ হবে সঞ্জীব গোয়েঙ্কার RPSG Sports Private limited য়ের নামে। একইভাবে ফুটবল মাঠেও মোহনবাগানের আগে বসবে RPSG। উঠে যাবে ATK।

- Advertisement -

আরও পড়ুন: IPL 2022: অধিনায়ক খুঁজতে ব্যস্ত ফ্রাঞ্চাইজিরা, কোন দলের টার্গেটে কে, দেখে নিন

জল্পনার অবসান ঘটাল স্বয়ং আরপিএসজি গ্রুপ। স্পষ্ট জানিয়ে দেওয়া হল, ক্লাবের নাম এটিকে-মোহনবাগানই থাকছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে একান্ত আলাপচারিতায় আরপিএসজি-র তরফে জানানো হয়েছে, “এটিকে-মোহনবাগান একটি আলাদা কোম্পানি। কোনও ভাবেই এটিকে এবং মোহনবাগান আলাদা হবে না।” উল্লেখ্য, এই ATK নামের জন্য দীর্ঘ সময় ব্যানার হাতে মোহনবাগান তাঁবুতে ও রাস্তায় নেমে প্রতিবাদও করেছে মেরিনার্সরা। মেরিনার্সদের দাবি হল এটিকে নাম থাকায় হারিয়ে যাচ্ছে তাদের মাতৃসম ক্লাবের অস্তিত্ব। ঐতিহ্য খর্ব হচ্ছে সবুজ-মেরুন দলের। আদৌ সরছে না এটিকে এর নাম, অর্থাৎ প্রতিবাস অব্যাহত থাকবে মেরিনার্সদের।