কি অবস্থা জনি কাউকোর? আপডেট দিল এটিকে মোহনবাগান

0
53

সব্যসাচী ঘোষ: রবিবার ফতোরদা স্টেডিয়ামে এফসি গোয়ার বিরুদ্ধে বড় ব্যবধানে পরাজিত হয় এটিকে মোহনবাগান। ৩-০ গোলে হার হজম করতে হয় সবুজ-মেরুণ ব্রিগেডকে। তবে ম্যাচের মোড় ঘুরে যায় ৫৯ মিনিটে।

সেই সময়ে মাঠে চোট পান এটিকে মোহনবাগানের তারকা মিডফিল্ডার জনি কাউকো। পায়ে চোট পেয়ে মাঠ ছাড়েন ফিনল্যান্ডের এই ফুটবলার। আর তার পরিবর্তে মাঠে নামেন কার্ল ম্যাকহিউ। এবং এরপর খেলায় দাপট নিয়ে বসে গোয়া।

- Advertisement -

আরও পড়ুন: Twitter, Meta থেকে ছাঁটাই হওয়া কর্মীদের ত্রাতা হয়ে উঠল TATA, বিপুল সংখ্যক কর্মী নিয়োগের ঘোষণা

কিন্তু প্রশ্ন হল, কেমন আছেন জনি কাউকো? এই নিয়ে বড় আপডেট দিয়েছেন এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্ডো। সাংবাদিক বৈঠকে ফেরান্ডো বলেছেন, “একটু সময় লাগবে ওর চোটের ব্যাপারে বিস্তারিত জানার জন্য। তার পরেই বলতে পারব।”

সব মিলিয়ে, কাউকোর না থাকাটা যথেষ্ট চিন্তার হবে এটিকে মোহনবাগানের জন্য। কারণ সামনে এবার লিগের শীর্ষে থাকা হায়দ্রাবাদ এফসি। ফলে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে সবুজ-মেরুণ ব্রিগেডকে।

আরও পড়ুন: “খুব বড় ভুল করছে ওরা, সমস্যায় পড়বে”, ম্যাচ জিতেও সমালোচনার মুখে মেন ইন ব্লু