স্পোর্টস ডেস্ক: ২০২২ সালে থমাস কাপ জয়ের পর অলিম্পিকেও আশা জেগেছিল ভারতের ব্যাডমিন্টন দলকে নিয়ে। কিন্তু প্যারিস থেকে একরাশ ব্যর্থতাকে সঙ্গী করেই ফিরতে হয়েছে লক্ষ্য সেন, পি ভি সিন্ধুদের। কেন এই ব্যর্থতা এবারে সেই ব্যাখ্যাই দিয়েছেন প্যারিস অলিম্পিকে যাওয়া ব্যাডমিন্টন দলের আরেক তারকা অশ্বিনী পোন্নাপ্পা (Ashwini Ponnappa)। তিনি সরাসরি তোপ দেগেছেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে।
আরও পড়ুন: মোবাইল ছেড়ে মাঠে পা, বাচ্চাদের স্বপ্ন পূরণ করতে বিনা পয়সার ফুটবল প্রশিক্ষণ
বাকি তারকাদের মত ডাবলসে অংশ নেওয়া পোন্নাপ্পাকেও (Ashwini Ponnappa) খালি হাতে ফিরতে হয়েছে এবারের অলিম্পিক থেকে। সংবাদ সংস্থা পিটিআইয়ের কাছে ব্যাডমিন্টন তারকার দাবি, এই ব্যর্থতা কাম্যই ছিল। কারণ, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক তাঁকে কোনও সহায়তাই করেননি। এমনকি নিজের পছন্দসই কোচকেও প্যারিসে নিয়ে যাওয়ার অনুমতি পাননি।
এদিকে সাই জানিয়েছিল অলিম্পিকের জন্য অশ্বিনী পোন্নাপ্পার (Ashwini Ponnappa) পিছনে খরচ করা হয়েছে ৪ লক্ষ টাকা। আর অ্যানুয়াল ক্যালেন্ডার ফর ট্রেনিং অ্যান্ড কম্পিটিশনে’র আওতায় পোনাপ্পার জন্য খরচ করা হয়েছে প্রায় দেড় কোটি। অলিম্পিয়ান জানাচ্ছেন, এই হিসেব শুনে তিনি অবাক হয়ে গিয়েছিলেন। কারণ আলাদা করে কোনও টাকাই দেওয়া হয়নি তাঁকে।
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
পোন্নাপ্পা বলেন, “আমাকে টাকা দেওয়া হয়নি বলে আমার কোনও অভিযোগ নেই। কিন্তু বলা হয়েছে, টাকা দেওয়া হয়েছিল। এটা কোনও মতেই মেনে নিতে পারছি না। আমার নিজস্ব কোনও কোচ নেই। ট্রেনার যিনি আছেন, তাঁর খরচও আমাকেই দিতে হয়েছে। ২০২৩ সাল পর্যন্ত সম্পূর্ণ নিজের খরচে আমি খেলেছি।” যোগ করেন, “অ্যানুয়াল ট্রেনিংয়ের কথা বলা হয় যদি তাহলে একটাই কথা বলব। সেই শিবিরে থাকা সকল অ্যাথলিটের জন্যই খরচ করা হয়েছিল। আমার একার জন্য নয়।”