স্পোর্টস ডেস্ক: নীরজ চোপড়া, বিনেশ ফোগতের মত প্রত্যাশা ছিল ওয়েট লিফটার মীরাবাই চানুকে (Mirabai Chanu) নিয়েও। গত টোকিও অলিম্পিকে রুপো জিতেছিলেন তিনি। তাই এবারেও মীরার থেকে পদক আশা করেছিল দেশবাসী। কিন্তু তা হয়নি। প্যারিস চতুর্থ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে এই ভারতীয় ভারোত্তোলককে।
আরও পড়ুন: পন্টিংকে দিয়েছিলেন ট্রফি, অনন্ত চাপের মধ্যে ২০১১ ফাইনাল দেখতেও ভোলেননি বুদ্ধ
জানা যাচ্ছে, ঋতুস্রাবের কারণেই পদক হাতছাড়া হয়েছে মীরার (Mirabai Chanu)। ইভেন্ট শেষে সাংবাদিকদের সেই কথা জানান তিনি। বলেন, ঋতুস্রাবের তৃতীয় দিনে অলিম্পিকের মঞ্চে নামতে হয়েছিল তাঁকে। আর সেই কারণেই প্রত্যাশা অনুযায়ী ওজন তুলতে ব্যর্থ হয়েছেন।
মীরার কথায়, “চোট সেরে গিয়েছে। কিন্তু আমাকে ঋতুস্রাবের তৃতীয় দিনে নামতে হয়েছিল। তার প্রভাব একটু হলেও পড়েছে। তবে এটাকে অজুহাত হিসেবে খাড়া করতে চাই না। যে কোনও মহিলার জন্য এটি অতি স্বাভাবিক একটি বিষয়।” এর পাশাপাশি মীরা এও জানান যে চতুর্থ স্থানে শেষ করেও খুব একটা হতাশ নন। “অলিম্পিকের জন্য খুবই কম সময় পেয়েছিলাম। তাই এই পারফরম্যান্সকে ওপরের দিকেই রাখব আমি।”
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
ঋতুস্রাবের মধ্যে অলিম্পিকে নামতে হয়েছিল। পদক জিততে না পারলেও মীরা (Mirabai Chanu) যে দেশবাসীর হৃদয় জিতে নিয়েছেন সে কথা বলাই বাহুল্য। ঋতুস্রাবের সময়ে কীভাবে অনুশীলন করেন সে বিষয়েও মুখ খুলেছেন মীরা। বলেন, “আমি যথাসম্ভব চেষ্টা করি বিষয়টিকে পাত্তা না দেওয়ার। কিন্তু মনে রাখতে হবে অনুশীলন আর অলিম্পিকে এত দর্শকের মাঝে পারফর্ম করার মধ্যে পার্থক্য রয়েছে।” যোগ করেন, “অনুশীলনে বিষয়টির মোকাবিলা করার চেষ্টা করি। আর পাঁচটা স্বাভাবিক বিষয়ের মতই এটাকে মেনে নিই।