বিশ্বের সবথেকে খতরনাক অস্ত্র ভ্যাকুয়াম বোমা, নিশ্চিহ্ন হয়ে যাবে একটা গোটা মানুষ

0
134
explosion in an express train

বিশ্বদীপ ব্যানার্জি: ইউক্রেন যুদ্ধের এক বছর অতিক্রান্ত। এক বছরে এই যুদ্ধের ফলে অনেক অভিজ্ঞতার সাক্ষী থেকেছে বিশ্ববাসী। সৌজন্যে রাশিয়ার সেনাদের একাধিক বিধ্বংসী পদক্ষেপ। এমনই এক পদক্ষেপ ছিল ভ্যাকুয়াম বোমা। গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযোগ ছিল, ইউক্রেনে মাটিতে ক্লাস্টার এবং ভ্যাকুয়াম বোমা বর্ষণ করেছে রাশিয়া।

আরও পড়ুন: বার বার কর্মী ছাঁটাই, CEO সুন্দর পিচাইয়ের উদ্দেশে খোলা চিঠি গুগলের ১৪ হাজার কর্মীর  

- Advertisement -

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

এর ফলে গোটা বিশ্ব রাশিয়ার নিন্দায় মুখরিত হয়। কারণ এই অস্ত্র কঠোরভাবে নিষিদ্ধ। কিন্তু কি এই ভ্যাকুয়াম বোমা? এটি আসলে একটি থার্মোবারিক অস্ত্র। যা একটি উচ্চ তাপমাত্রার বিস্ফোরণ সৃষ্টি করতে আশপাশের বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে। এটি সাধারণ বিস্ফোরকের তুলনায় দীর্ঘক্ষণ ধরে বিস্ফোরণের তরঙ্গ সৃষ্টি করে। এই বিস্ফোরণ মানুষের দেহকে সম্পূর্ণ বাষ্পীভূত করে দিতে পারে।

অর্থাৎ একটি মানুষকে চিরতরে অদৃশ্য করে দিতে পারে এই বোমা। চিহ্নমাত্র থাকবে না। তবে পুতিনের সেনা যে ভ্যাকুয়াম বোমা সত্যি সত্যিই ব্যবহার করেছে, তার কোনও পাকা প্রমাণ আজও দিতে পারেনি আমেরিকা। গত বছর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ উভয়ের তরফেই জানান হয়েছিল, নিষিদ্ধ ক্লাস্টার ব্যবহার করা হয়েছে রাশিয়ার তরফে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এও জানায়, “পূর্ব ইউক্রেনের একটি প্রিস্কুলে ভ্যাকুয়াম বোমার হামলা চালানো হয়েছে। যখন সেখানে বেসামরিক নাগরিকেরা সেখানে আশ্রয় নিয়েছিল।”