মঙ্গল গ্রহে থাকতে চান, বসতি স্থাপন করতে চলেছেন এলন মাস্ক, জেনে নিন খরচ

0
69

বিশ্বদীপ ব্যানার্জি: প্রতিবেশী লাল গ্রহে নাকি ভবিষ্যতে বসতি গড়বে মানুষ। কিন্তু সত্যিই কি তা সম্ভব? অবশেষে বিশ্বের অন্যতম ধনকুবের এলন মাস্ক জানাচ্ছেন, তিনিই বসতি স্থাপন করতে চলেছেন মঙ্গলে। মাস্কের নিজের Space X নাম একটি মহাকাশযান নির্মাণকারী প্রতিষ্ঠান রয়েছে। মাস্ক মঙ্গলে বসবাস সম্পর্কে সরাসরি সতর্ক করে জানিয়েছিলেন, সেখানে বাস করতে হলে মানুষকে অনেক কঠোর পরিশ্রম করতে হবে।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

- Advertisement -

বিশ্ব উষ্ণায়নের কারণে এই বসুন্ধরা ক্রমেই মানুষের বসবাসের অযোগ্য হয়ে আসছে। এ অবস্থায় নতুন বাসস্থান খুঁজে নেওয়াই শ্রেয়। টেসলা গাড়ির কর্ণধার এলন মাস্ক স্বয়ং এই ব্যাপারে লাল গ্রহকে এগিয়ে রাখছেন। তিনি সরাসরি এ-ও দাবি করছেন, আগামী ২০৫০ সালের মধ্যে মঙ্গলে বসতি স্থাপন করতে পারবে মানুষ।

কিন্তু কী উপায়ে সম্ভব আপাতদৃষ্টিতে অসম্ভব এই কাজটি? মাস্ক দাবি করছেন, তাঁর সংস্থা Space X এমন একটি রকেট নির্মাণ করার কাজে ব্রতী হয়েছে, যা মুহূর্তে-ই পৃথিবীর মানুষকে মঙ্গলে নিয়ে যেতে সক্ষম হবে। যদিও TED Conference -এর প্রধান ক্রিস অ্যান্ডারসনের সঙ্গে কথা বলতে গিয়ে এই এলন মাস্ক-ই আবার গত বছর জানিয়েছিলেন, মঙ্গলে বসতি স্থাপন প্রথমদিকে মোটেই সহজ হবে না। আর এই মিশন একেবারেই দুর্বল হৃদয়ের মানুষের জন্য নয়।

আরও পড়ুন: এবার মাকড়সা-ও আর্জেন্টিনার হয়ে ফুটবল খেলবে নাকি, বিশ্বজয়ের আশ্চর্য পুরস্কার মেসিদেরকে

পৃথিবী থেকে মঙ্গলে যেতে ভাড়া কত পড়বে? এ বিষয়ে ছোট্ট করে সতর্কবার্তা দিয়ে রাখছেন Space X -এর কর্ণধার। তাঁর কথায়, “এই অভিযানের শুরুতে ১,০০০টি স্টারশিপের পরিকল্পনা করা হয়েছে। এগুলি ২০৩০ থেকে ২০৪০ পর্যন্ত প্রতি দুই বছরে নির্দিষ্ট সংখ্যকবার লঞ্চ করা হবে। এই সমস্ত স্টারশিপে ১০০ জনের বেশি থাকতে পারবেন। আর পৃথিবী থেকে মঙ্গলের একমুখী ভাড়া পড়বে প্রায় ১ লাখ ডলার।” এই অর্থকে রীতিমত সাশ্রয়ী বলেও উল্লেখ করেছেন মাস্ক।

মঙ্গলে উপনিবেশ স্থাপন স্বাভাবিকভাবেই অনেক খরচসাপেক্ষ। তাই মাস্ক বিশ্বের প্রতিটি সামর্থ্যবান লোককেই স্টারশিপের টিকিট কিনতে অনুরোধ জানিয়েছেন। মাস্ক আরও জানিয়েছেন, ফ্লোরিডায় এই স্টারশিপের লঞ্চপ্যাড নির্মাণ করা হচ্ছে।