আর মাত্র তিন দিনের অপেক্ষা৷ তারপরই বাজারে আসতে চলেছে রিয়ালমি সি ৩৷ ৬ ফেব্রুয়ারি লঞ্চ হবে রিয়ালমি সি ৩৷ জানা গিয়েছে, এই নতুন ফোনটিতে অ্যানড্রোয়েট ১০ অপারেটিং সিস্টেম চলবে৷ রিয়ালমি ফোনটি এন্ট্রি লেভেল সেগমেন্টে লঞ্চ করবে৷ সঙ্গে থাকছে আরও চমক৷
এতোদিন পর্যন্ত রিয়েলমির ফোনগুলিতে কালার ওএস স্কিন ছিল। সেখান থেকে বেরিয়ে এসে এই প্রথম ওএস স্কিন নিয়ে আসতে চলেছে এই কোম্পানি। তাছাড়া রিয়েলমি সি ৩ হাত ধরে এই কোম্পানি ইউআই সহ প্রথম স্মার্টফোন লঞ্চ করতে চলেছে৷
সম্প্রতি ট্যুইটারে রিয়েলমি জানিয়েছে, এই প্রথম রিয়েলমি সি ৩ ফোনে লঞ্চের সময় ইউআই চলবে। এই নতুন ফোনটিতে মিডিয়াটেক হেলিও জি৭০ চিপসেট থাকবে৷ গত মাসে বাজেট গেমিং স্মার্টফোনের জন্য এই চিপ লঞ্চ করেছিল রিয়েলমি৷ রিয়েলমি সি ২ ফোনের মিডিয়াটেক হেলিও পি ২২ চিপসেটের থেকে প্রসেসিং পাওয়ারে অনেকটা এগিয়ে থাকবে এই নতুন ফোনটি৷
ফোনটিতে থাকবে ৫০০০ এমএএইচ ব্যাটারি। কোম্পানির দাবি, একবার চার্জে এই ফোনে ২০ ঘণ্টা ইউটিউব ভিডিও স্ট্রিম করা যাবে৷ এছাড়াও প্রায় দুই দিন টকটাইম সহ এই ফোন লঞ্চ হবে। থাকছে ৬.৫ ইঞ্চি ডিসপ্লে৷ সঙ্গে থাকছে ডিসপ্লের উপরে গরিলা গ্লাসের সুরক্ষা। ক্যামেরায় ক্রোমা বুস্ট, স্লো মোশন ভিডিও, এইচডিআর মোডও থাকছে।
বিগত কিছু মাস ধরে চীনা স্মার্টফোন ব্র্যান্ড অপো-র ইন্ডিয়ান সাব-ব্র্যান্ড রিয়েলমি ভারতের স্মার্টফোন মার্কেট একটি উল্লেখযোগ্য স্থান দখল করে নিয়েছে। এই ব্র্যান্ডটির মূল উদ্দেশ্য হল এই প্রবল প্রতিযোগিতামূলক সেগমেন্ট, মিড রেঞ্জ সেগমেন্টের সবচেয়ে ভ্যালু ফর মানি স্মার্টফোন বের করা। এই সমস্ত কারণেই রিয়েলমি হয়ে উঠেছে ভারতের চতুর্থ সবচেয়ে বড় স্মার্টফোন ব্র্যান্ড।
সম্প্রতি রিয়েলমি নিয়ে এসেছে রিয়েলমি সি ২। ডায়মন্ড কাট ডিজাইন ব্যাক, ৪০০০ এমএএইচ ব্যাটারি, ওয়াটার ড্রপ নচ্, অ্যান্ড্রয়েড পাই, এবং ৫৯৯৯ টাকা দাম৷ তারপরই নতুন চমক রিয়েলমি সি ৩৷