একধাক্কায় ৫০ শতাংশ বেড়ে গিয়েছে ভারতে আইফোনে উ‌ৎপাদন, নেপথ্যে কোন রহস্য

0
46

খাস খবর ডেস্ক: নরেন্দ্র মোদীর স্বপ্নের ডিজিটাল ইন্ডিয়া। ইন্ডিয়া অর্থাৎ আমাদের ভারতবর্ষ এবারে সত্যিই ডিজিটাল হয়ে উঠছে। যা খবর, এদেশে এক ধাক্কায় ৫০ শতাংশ উৎপাদন বেড়ে গিয়েছে আইফোনের।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

- Advertisement -

কারণ? Apple -এর iPhone 13। সূত্র জানাচ্ছে, ২০২২ সালের প্রথম ত্রৈমাসিকেই বছরের হিসেবে ৫০ শতাংশ উৎপাদন বেড়ে গিয়েছে আইফোনের। এদিকে আরও প্রিমিয়াম মডেল বিক্রির মাধ্যমে আইফোনের গড় বিক্রয়মূল্য বৃদ্ধি পেয়েছে। তা সত্ত্বেও এ দেশে আইফোনের বিক্রি বাড়ছে।

যদিও ইতিপূর্বে অন্যরকম পরিকল্পনার পথে হেঁটেছে Apple। আইফোনের পুরনো মডেলগুলি-ই এ দেশে উৎপাদন করে তা বিক্রির সিদ্ধান্ত নিয়েছিল তারা‌। তবে চলতি এপ্রিল মাসে সংস্থাটি ঘোষণা করে, iPhone 13-ও এই লাইনআপে যোগ দিয়েছে। তারপরই এই রিপোর্ট।

আরও পড়ুন: বিপদের সংকেত, করোনায় ক্রমেই বাড়ছে মৃত্যু

বছরের প্রথম ৩ মাসে মোট ১ মিলিয়ন আইফোন এ দেশে উৎপাদন করেছে Apple। যা ছিল একটি অভাবনীয় ব্যাপার। প্রসঙ্গত CMR-এর ইন্ডাস্ট্রি ইন্টেলিজেন্স গ্রুপের প্রধান প্রভু রাম এক সাক্ষাৎকারে বলেন, “iPhone 13 -এর মত নতুন প্রজন্মের আইফোনের অবদান প্রায় iPhone 12 -এর সমান।”