Google Chrome ব্যবহার করেন, এখনই সাবধান না হলে আসতে পারে বড় বিপদ

0
57

খাস ডেস্ক: সার্চ ব্রাউজারগুলির মধ্যে বেশ পরিচিত গুগল ক্রোম। নিত্যদিন বহু মানুষ এই‌ অ্যাপ ব্যবহার করেন। তবে গুগল ক্রোম বর্তমানে নিরাপদ নয়, একটি সমীক্ষার রিপোর্টে এমনটাই জানানো হয়েছে।

আরও পড়ুন: কোম্পানির সই জাল করে কর্ণধার দাবি করার অভিযোগ, গ্রেফতার বিহারের দুই প্রতারক 

- Advertisement -

সমীক্ষায় বলা হয়েছে, অন্যান্য ব্রাউজারের তুলনায় গুগল ক্রোম ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। মাত্র কয়েক মাসে ক্রোমে শতাধিক দুর্বলতা চোখে পড়েছে।

রিপোর্ট অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে অক্টোবরের ৫ তারিখ পর্যন্ত গুগল ক্রোমে প্রায় ৩০৩ টি ত্রুটি ধরা পড়েছে। চলতি মাসেই প্রথম পাঁচ দিনে পাঁচটি ত্রুটি দেখা গিয়েছে।

জানা গিয়েছে, অধিকাংশ ত্রুটি নিরাপত্তা সংক্রান্ত। এরফলে হ্যাকাররা সহজেই ব্যবহারকারীর বিভিন্ন তথ্য চুরি করে নিতে পারে। তবে এই বিপদ থেকে মুক্তির কিছু উপায় রয়েছে। জেনে নিন,

গুগল ক্রোমে এই ত্রুটি মূলত পুরনো ভার্সনগুলিতেই দেখা যাচ্ছে। তাই দ্রুত অ্যাপ আপডেট করুন।

আরও পড়ুন: পছন্দ হয়নি Adipurush’র ঝলক, দর্শকদের মান রাখতে বড় সিদ্ধান্ত পরিচালকের

উল্লেখ্য, সমীক্ষায় বলা হয়েছে ত্রুটির ভিত্তিতে গুগল ক্রোমের পরই রয়েছে মোজিলা ফায়ারফক্স।