খাস খবর ডেস্ক: চলছে উৎসবের মরশুম। কত রকম অফার, কত ছাড়! এ সময় আনকোরা কোনও গ্যাজেটের আমদানি না হলে চলে?
আরও পড়ুন: কোটি কোটি টাকায় বিকোচ্ছে উইঘুর মুসলিমদের অঙ্গ, মানবাধিকারের নিশানায় চীন
চলে না বলেই বাজারে চলে এসেছে নয়া মুঠোফোন। কাদের? জিও এবং গুগল যৌথভাবে প্রস্তুত করছে এ অ্যান্ড্রয়েড মডেলটি। যার নাম জানা যাচ্ছে, ‘জিও ফোন নেক্সট’।
আরও জানা গিয়েছে, এই ফোনের বৈশিষ্ট্য হচ্ছে ‘প্রগতি অপারেটিং সিস্টেম’। এটি কার্যত এই মডেলটির জন্যই অ্যান্ড্রয়েডের একটি অপটিমাইজ করা সংস্করণ।
আরও পড়ুন: রিয়েল এস্টেট সেক্টরে এখন সোনার সময়, দাবি এইচডিএফসি চেয়ারম্যানের
একটি সর্বভারতীয় গণমাধ্যম টুইটারে ‘জিও ফোন নেক্সটে’র এই গোটা পরিকল্পনাটিই তুলে ধরেছে। তাদের সূত্রেই জানা যাচ্ছে এ খবর। আচ্ছা যাই হোক, এবার একটু দামের কথায় আসি। কী, কত মনে হচ্ছে এই ফোনের কাঞ্চনমূল্য? দশ হাজার? পনের হাজার? আর বেশি এগোবেন না। এই ফোনের দাম ধার্য্য করা হয়েছে মাত্র ৬,৪৯৯ টাকা। এমনই জানাচ্ছে সূত্রটি।