খাস খবর ডেস্ক: আপনি কী নিজেই গাড়ি চালান? নাকি ভাড়াকরা চালক রয়েছে? এবার কিন্তু আরো একজন আপনার গাড়িতে উপস্থিত থাকতে চলেছেন। এবং আবডাল থেকে তিনি আপনার ওপর নজর রাখবেন।
সেকী ঘাবড়ে গেলেন নাকি? না না, ঘাবড়ানোর কিছু নেই। আপনার অদৃশ্য সহযাত্রীটি জীবন্ত নয়। এবং আপনার গোপনীয়তায়ও বিন্দুমাত্র বিঘ্ন ঘটাবে না। বরং চলার পথে আপনাকে সর্বতোভাবে সহযোগিতা করাই তার কাজ। এবার মুখে হাসি ফুটল নিশ্চয়ই। ভাবছেন, এমনটা যদি সত্যিই হত।
MG Motors আপনার এই ভাবনাকে বাস্তব রূপ দিচ্ছে। Hyundai Creta, Kia Seltos এবং Skoda Kushaq য়ের পর দেশের চতুর্থ মাঝারি আকারের SUV নির্মাণ করেছে তারা। নাম দিয়েছে, ‘MG Astor’। সেখানেই পাওয়া যাবে এ সুবিধাসমূহ। গাড়ির দাম এখনও প্রকাশ করা হয়নি। সূত্রের খবর, আগামী মাসে লঞ্চ হতে পারে গ্যাজেটটি। তার আগে এ মাসের শেষের দিকে জানানো হতে পারে দাম।
মূলত কোরিয়ান SUVগুলিকে প্রতিদ্ধন্দ্বিতায় ফেলতেই Astorকে বাজারে নিয়ে আসা হচ্ছে। এই কারণে এর উন্নত প্রযুক্তি নিয়ে রীতিমতো গর্ব করছে সংস্থাটি। জানা যাচ্ছে, এমন ৬টি বৈশিষ্ট্য গাড়িটির রয়েছে যে আমজনতার মাথা ঘুরে যেতে বাধ্য। আগামী মাসে বাজারে আসতে চলেছে এই SUV। তার আগে চলুন, বৈশিষ্ট্যগুলি দেখে নেওয়া যাক।
আরও পড়ুন: ধীরেসুস্থেই ফিরতে চান ফেডেক্স
(১) স্বয়ংক্রিয় চালক: এটিই হবে ভারতের প্রথম গাড়ি, যার অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট সিস্টেমের সুবিধা থাকবে। অর্থাৎ চালককে সবসময় গাড়ি না চালালেও চলবে। স্বয়ংক্রিয়ভাবেও চলতে পারবে গাড়িটি। লেভেল-২ য়ের এডিএএস থাকায় কেবল অ্যাক্সিলারেটর কিংবা ব্রেক নয়। স্টিয়ারিং নিয়ন্ত্রণের ক্ষমতাও এই গাড়ির থাকবে। শুধু তাই নয়। যদি কোনো পথচলতি মানুষ হঠাৎ করে সামনে চলে আসেন, নিজে থেকেই থেমে যাবে Astor। যদি সামনে অন্য কোনো গাড়ি এসে পড়ে। কিংবা ধরুন, গতি মাত্রাতিরিক্ত হয়ে গেল। এ দুই ক্ষেত্রেও চালককে সতর্ক করে দেওয়া হবে। দেওয়া হবে ট্রাফিক অ্যালার্ট। এছাড়া আরো একাধিক সুবিধা।
(২) আর্টিফিশিয়াল পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট: MG Astor য়ে চালক একটি কৃত্রিম সহকারী পাবেন। একটি ছোট্ট ভয়েজ অ্যাসিস্ট্যান্ট। এর ডিসপ্লের ভেতর থাকবে একটি চোখ। যা নিজের আবেগ প্রকাশ করবে। এবং চালকের দিয়ে তাকিয়ে তাকে যথাযোগ্য নির্দেশ প্রদান করবে। এটির উইকিপিডিয়া থেকে বিভিন্ন তথ্য আরোহণ করার ক্ষমতা থাকবে। ফলে রিয়েল টাইম ট্র্যাফিক, আবহাওয়া ইত্যাদির আপডেট দেবে। প্রয়োজনে এ আপনাকে জোকস শোনাতে পারে। এবং উৎসবের দিনগুলিতে শুভেচ্ছাবার্তা প্রদান করবে।
(৩) সিমকার্ড সংযুক্তিকরণ: এই গাড়িতে আপনি সিমকার্ড সংযুক্ত করারও সুবিধা পাবেন। তবে সব সিম নয়। MG একটি নামী নেটওয়ার্ককে অংশীদার হিসেবে পেয়েছে। ফলে শুধুমাত্র তাদের সিমের মাধ্যমেই ইন্টারনেটে সংযুক্ত হওয়ার সুবিধা থাকবে। মোট ৮০টি ইন্টারনেটভিত্তিক বৈশিষ্ট্য এ গাড়িটিতে পাওয়া যাবে।
আরও পড়ুন: দেবীকে বিয়ে করতে চেয়েছিলেন রাজা, ভাগ্যদোষে হারিয়ে শুরু করেন পুজো
(৪) আই-স্মার্ট হাব: MG আরও তিনটি সংস্থার সঙ্গে চুক্তি করেছে। যথাক্রমে ‘Map My India’, ‘Park+’ এবং Koinearth। এই বৈশিষ্ট্য অনুযায়ী চালক রুট ম্যাপিং, বুকিং এবং রিজার্ভ পার্কিং ইত্যাদির সুবিধা পাবেন। অবশ্য সে সবই সাবস্ক্রিপশন-ভিত্তিক।
(৫) ডিজিটাল পাসপোর্ট: Koinearth য়ের সঙ্গে অংশীদারিত্বের সুবাদে এই সুবিধা পাওয়া যাবে। এতে ড্রাইভিংয়ের একটি মূল্যায়ন করা হবে। এছাড়া গাড়িটির বীমা করা হলে কম প্রিমিয়াম দেওয়া এবং বিক্রি করার সময় যত বেশি সম্ভব দাম নির্ধারণ করার সুবিধা থাকবে।
(৬) ব্লুটুথসহ ডিজিটাল কী: Astor য়ের দরজা ব্লুটুথের মাধ্যমে খোলা বা বন্ধ করা যাবে। অর্থাৎ চালক নিজের স্মার্টফোনের ব্লুটুথটি চালু করেই দরজা লক-আনলক করতে পারবেন। এজন্য থাকবে একটি অ্যাপ।