সন্ধান পাওয়া গেল বিরাট এক সমুদ্রের, ডুবে যাবে স্ট্যাচু অব ইউনিটি

0
188

বিশ্বদীপ ব্যানার্জি: এতদিন আশঙ্কা করা হয়েছিল। এবারে প্রমাণ করে দিলেন একদল বিজ্ঞানী। আন্টার্কটিকার বরফের পলির স্রোতের নিচে তারা এক বিপুল জলরাশির সন্ধান পেয়েছেন। যা এককভাবেই সমগ্র বিশ্বের জলস্তরকে প্রভাবিত করতে সক্ষম।

আরও পড়ুন: সাবধান, ঘণ্টায় ৪০ কিমি বেগে ধেয়ে আসছে ঝোড়ো হাওয়া, সঙ্গী শিলাবৃষ্টি

- Advertisement -

বিজ্ঞানীরা ধারণা করছেন, যদি তাঁরা বরফের নিচে এই জলরাশিকে ওপর থেকে চেপে দিতে পারেন, তাহলে একটি সুবিশাল হ্রদের জন্ম হবে। ২২০ মিটার থেকে ৮০০ মিটার গভীর। অর্থাৎ অনায়াসে ডুবে যেতে পারে গোটা বিশ্বের যে কোনও শহর। এমনকি ভারতে অবস্থিত পৃথিবীর উচ্চতম স্থাপত্য “স্ট্যাচু অব ইউনিটি”-ও আরামসে ডুবে যাবে।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:  https://www.facebook.com/khaskhobor2020/

স্ক্রিপস ইনস্টিটিউশন অব ওশিয়ানোগ্রাফির পোস্ট ডক্টোরাল রিসার্চার চোলে গুস্তাফসন বলছেন, “বরফের স্রোত পৃথিবীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আন্টার্কটিকার বরফের প্রায় ৯০ শতাংশ ভিতর থেকে বাইরের দিকে নিয়ে যায়।” একইসঙ্গে তিনি যোগ করেন, “এই বরফের স্রোতের নিচে ভূগর্ভস্থ জল রয়েছে।”

তাহলে কী চাঁদ বা মঙ্গলগ্রহের পৃষ্ঠের নিচেও এমন জলরাশি মজুত রয়েছে, যা ভিতর থেকে তাপ নির্গত করছে? আন্টার্কটিকার বরফের নিচে হদিশ পাওয়া এই জলরাশি এক ধাক্কায় বাড়িয়ে দিয়েছে অনেক সম্ভাবনা। জানা যাচ্ছে, ওপরের অগভীর হাইড্রোলিক সিস্টেমের থেকে ১০ গুণ বেশি তরল ভূগর্ভে মজুত।