জিও থেকে ভোডাফোন এক ধাক্কায় বাড়িয়ে দিয়েছে রির্চাজের মূল্য৷ এর মধ্যে গ্রাহকদের জন্য সুখবর দিল জিও৷ বাজারে নিয়ে এল নতুন দুটি প্রিপেড প্ল্যান৷
এই প্ল্যান দুটির জন্য আপনাকে ১০০ টাকা খরচ করতে হবে না৷ মাত্র ৪৯ ও ৬৯ টাকার প্ল্যানে বৈধতা পাওয়া যাবে ১৪ দিন৷ দুটি প্ল্যানের সঙ্গেই ভয়েস কলিং, এসএমএস ও ডেটার সুবিধা থাকবে৷
৬৯ টাকা প্ল্যানে প্রতিদিন ০.৫ জিবি ডেটা পাওয়া যাবে। ডেটার সীমা শেষ হলে স্পিড কমে হবে ৬৪ কেবিপিএস। এই প্ল্যানে সব জিও নম্বরে আনলিমিটেড ভয়েস কল করা যাবে। অন্য নেটওয়ার্কে ভয়েস কল করার জন্য থাকছে ২৫০ মিনিট টকটাইম। সঙ্গে ২৫ টা এসএমএস ও সব জিও অ্যাপ ব্যবহারের সুযোগ থাকছে।
৪৯ টাকা প্ল্যানে মোট প্রতিদিন ৬ জিবি ডেটা পাওয়া যাবে৷ এই প্ল্যানেও থাকছে সব জিও নম্বরে আনলিমিডেট ভয়েস কল৷ অন্য নেটওয়ার্কে ভয়েস কল করার জন্য থাকছে ২৫০ মিনিট টকটাইম৷ সঙ্গে থাকছে ২৫ টা এসএমএস ও সব জিও অ্যাপ ব্যবহারের সুযোগ৷