খাস খবর ডেস্ক: দিনকয়েক আগে প্রকাশিত কলকাতা পৌরসভা নির্বাচনের ফলাফলে চোখ রাখলেই চিত্রটি দেখা যায়। একাধিক কেন্দ্রে শাসক দল ২০০ রও কম ব্যবধানে জয় পেয়েছে। কিন্তু তা বলে মাত্র ১ ভোটে জয়?
হ্যাঁ, সম্প্রতি এমনই দৃষ্টান্তের সাক্ষী থাকল বাংলা। তবে এপার নয়। ওপার বাংলা। সেখানে নেত্রকোনা জেলার অন্তর্গত কেন্দুয়া উপজেলার ১০ নম্বর কান্দিউড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে এহেন ঘটনা ঘটেছে।
নির্দল প্রার্থী মহম্মদ মাহবুব আলম বাবুল মাত্র ১ ভোটে হারিয়ে দেন নৌকা চিহ্নের প্রার্থী তাপস ব্যানার্জিকে। বুধবার অর্থাৎ ৫ জানুয়ারি রাতে রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকা উপজেলা নির্বাচন আধিকারিক হাবিবুর রহমান এই নির্বাচনের ফল ঘোষণা করেন। তাতে দেখা যায়, মহম্মদ মাহবুব আলম বাবুল পেয়েছেন মোট ৩,৪৮৫টি ভোট, এবং নৌকাপ্রার্থীর প্রাপ্ত ভোট ৩,৪৮৪।
আরও পড়ুন: টিকা না নিলে নাগরিকদের শান্তিতে বাঁচতে দেবেন না, হুঁশিয়ারি রাষ্ট্রপতির
অর্থাৎ মাত্র ১ ভোটের ব্যবধান। বিজয়ী প্রার্থীর নিবাস কান্দিউড়া ইউনিয়নের রাজিবপুর গ্রাম। অন্যদিকে একই ইউনিয়নের তেতুলিয়া গ্রামে থাকেন পরাজিত তাপস ব্যানার্জি।