
আলিপুরদুয়ার: রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ ইস্যুতে এবার আসরে গেরুয়া শিবির৷ রাজ্য সরকার কেন সরকারি কর্মচারীদের ডিএ দিতে পারছে না, এই বিষয়ে এবার বিস্ফোরক তথ্য সামনে আনলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ৷ বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলার বীরপাড়াতে চা চক্রে যোগ দিয়েছিলেন দিলীপ (Dilip Ghosh)৷
সেখানেই দিলীপ বলেন, ‘‘রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দিতে পারছে না৷ পেনশনারদের বেতন দিতে পারছে না৷ সরকারের নাকি টাকা নেই৷ এদিকে তারই মন্ত্রীর বাড়ি থেকে কোটি কোটি টাকা বের হচ্ছে৷ পরস্পর বিরোধী কথা৷ এটা নিয়ে মানুষ খুবই চিন্তিত৷ কারণ, যেখানে মানুষ বোনাস পাচ্ছে না, বেতন পাচ্ছে না সেখানে নেতার বাড়িতে এত টাকা আসে কি করে?’’
জবাবও দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি, ‘‘আসলে কেন্দ্রের উন্নয়নের টাকা, গরিব মানুষকে চাকরির লোভ দেখিয়ে টাকা৷ এসব টাকায় তো রাখা হয়েছে নেতাদের ঘরে৷ ধীরে ধীরে সে সব কেলেঙ্কারি ফাঁস হচ্ছে৷ বাংলার রাজনীতি আজ দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে৷ এটা অত্যন্ত লজ্জার৷ বাধ্য হয়েই আমরা ‘চোর ধরো, জেলে ভরো’ কর্মসূচি নিয়েছি৷’’
এদিন বীরপাড়া, গাড়োপাড়া, চকোয়াখাতি সহ বিভিন্ন এলাকায় কর্মসূচিতে যোগ দেবেন দিলীপ (Dilip Ghosh)৷ নিজেই সেকথা জানিয়ে বলেন, ‘‘করোনার দাপটে দু’বছর পুজো হয়নি৷ অর্থনীতিও ভেঙে পড়েছিল৷ ডুয়ার্সে চা ও পর্যটন শিল্প সক্রিয় হয়েছে৷ মানুষ আনন্দে মেতে উঠুক৷ আমরা এটাই চায়৷ তাই চা বাগানে যাব৷ মানুষের সঙ্গে কথা বলব৷ স্কুল নেই৷ স্কুল থাকলেও চিকিৎসক নেই৷ গ্রামে রাস্তা নেই৷ কেন্দ্রের চাল, গমও লুঠ হয়ে যাচ্ছে৷ সেটা দেখার জন্যই এলাম৷’’
আরও পড়ুন: লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ, সঙ্গী আতঙ্কও
downloads: https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor