অর্পিতা দাস: কিছুদিন আগেই পিয়া সেনগুপ্তর সঙ্গে তৃণমূলে যোগদান করেছেন তার হবু বউমা কৌশানী মুখোপাধ্যায়। কিন্তু পরিবারের থেকে সম্পূর্ণ উল্টো পথে হেঁটে এবার কি বিজেপিতে যোগদান করতে চলেছেন অভিনেতা বনি সেনগুপ্ত?
দল পরিবর্তনের যা হিড়িক উঠেছে চারিদিকে, তাতে কোনো সম্ভাবনাকেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সম্প্রতি অভিনেতা সোহেল দত্ত বনি সেনগুপ্তর সঙ্গে একটি ছবি পোস্ট করেন তাঁর সোশ্যাল মিডিয়ায় এবং লেখেন, ‘বহুদিন পর আমার ছোটবেলার বন্ধু বড় দাদা বনি সেনগুপ্তর সঙ্গে হঠাৎই সাক্ষাৎ এবং গসিপ’।
আর এই পোস্টের পর থেকেই প্রশ্ন উঠেছে বনির বিজেপি যোগের। সোহেল দত্ত, রুদ্রনীল ঘোষ একসঙ্গেই যোগদান করেন বিজেপিতে। রুদ্রনীল ঘোষের বিজেপিতে যোগদানের আগে ঠিক এভাবেই সোহেলের সঙ্গে ছবিও পোস্ট করেন।
তাই অনেকেই মনে করছেন এবার হয়তও পরিবারের থেকে উল্টো পথে হাঁটতে চলেছেন বনি সেনগুপ্ত। বনির দ্বিতীয় ছবি এবং কৌশানির প্রথম ছবি ‘পারবোনা আমি ছাড়তে তোকে’ থেকেই প্রেম পর্ব শুরু হয় টলিউডের এই জনপ্রিয় জুটির।
সিনেমার মতো তাঁরা সত্যিই লাভ বার্ডস। যে কোন উৎসব বা অনুষ্ঠানে সবসময় একসঙ্গে দেখা গিয়েছে দুজনকে। প্রশ্ন এখন একটাই থেকে যাচ্ছে রাজনৈতিক দলের ক্ষেত্রে আলাদা হয়ে যাবেন বনি ও কৌশানি? ভিন্ন রাজনৈতিক দল মানে একে অপরের বিপক্ষে যাওয়া।
একে অপরের বিপক্ষের কথা বলা, এত বছরে সত্যি কি এবার সেটাই করতে চলেছে বনি ও কৌশানির জীবনে? বনি ও কৌশানির ভালোবাসার পথে কি চলে আসবে তৃণমূল ও বিজেপি। সেই উত্তরের অপেক্ষায় এখন টলিউড।