মুম্বই: আজ ঘোষণা করা হবে তিন রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট। সেই তিন রাজ্যের মধ্যে রয়েছে মহারাষ্ট্র। এই রাজ্যে বিজেপির সঙ্গে বিরোধী মহা বিকাশ আঘাদি (এমভিএ) এর লড়াই অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। বিজেপিকে সরাতে মরিয়া শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে(Uddhav Thackeray )। শিবসেনা (ইউবিটি) নেতা উদ্ধব ঠাকরে জানিয়েছেন এই এমভিএ জোটকে তার মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করার পর নির্বাচনী ময়দানে নামতে হবে। এই মুখ্যমন্ত্রীর মুখ নিয়েই হয়েছে বৈঠক।
মহা বিকাশ আঘাদি (এমভিএ) এর জোটের শরিক, উদ্ধব ঠাকরে জানিয়েছেন তাঁর দল আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস এবং শরদ পাওয়ারের এনসিপি দ্বারা ঘোষিত যে কোনও প্রার্থীকে নিঃশর্ত সমর্থন করবে। বৈঠকের সময় তিন জোর দিয়েছিলেন যে এই বছরের শেষের দিকে অনুষ্ঠিত হতে পারে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন আর সেটা রাজ্যের আত্মসম্মান রক্ষার লড়াই হবে। উদ্ধব ঠাকরে মহা বিকাশ আঘাদি জোটের অংশীদারদের প্রথমে মুখ্যমন্ত্রী পদের প্রার্থী ঘোষণা করার এবং তারপর প্রচার শুরু করার আহ্বান জানান। তিনি বলেছেন, “আমরা এই নিয়ম মেনে চলতাম যে যে বেশি আসনে জিতবে সে মুখ্যমন্ত্রী পদ পাবে। আগের জোটগুলোতেও আমরা একই ফর্মুলা অনুসরণ করেছিলাম। তাই আমি আবেদন করছি যে প্রথমে আমাদের মুখ্যমন্ত্রীর মুখ ঘোষণা করতে হবে, এবং তবেই আমরা আমাদের প্রচার শুরু করতে পারব।”
একনাথ শিন্ডের নেতৃত্বাধীন প্রতিদ্বন্দ্বী শিবসেনা গোষ্ঠীর কাছে দলীয় প্রতীক হারানোর বিষয়ে, উদ্ধব ঠাকরে বলেছিলেন, “যদিও তারা আমার ‘ধনুক এবং তীর’ প্রতীক চুরি করে থাকে, আমি তাদের পিছনে আগুন দেওয়ার প্রতীক হিসাবে ‘লাইটিং টর্চ’ নিয়েছি। ” গত বছরের ফেব্রুয়ারিতে, নির্বাচন কমিশন ‘শিবসেনা’ দলের নাম এবং তার ধনুক ও তীর প্রতীক একনাথ শিন্ডের দলকে দিয়ে দেন। একনাথ শিন্ডে উদ্ধব ঠাকরের থেকে বিচ্ছিন্ন হয়ে ২০২২ সালে রাজ্যে সরকার গঠনের জন্য বিজেপির সঙ্গে হাত মিলিয়েছিল।