কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভায় আনা হবে সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী প্রস্তাব। আর খুব বেশি দেরি নেই। আগামী সপ্তাহেই বাংলার বিধানসভায় আনা হবে সেই প্রস্তাব। মঙ্গলবার রাজ্যের শাসকদলের পক্ষ থেকেই এই খবর জানানো হয়েছে।
সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে কেরল ও পঞ্জাবের পথেই হাঁটতে চলেছে বাংলা৷ ওই দুই রাজ্যের মতো পশ্চিমবঙ্গের বিধানসভাতেও সিএএ বিরোধী প্রস্তাব আনা হবে৷ সোমবার এমনটাই জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজ্যের প্রশাসনিক প্রধানের সেই মন্তব্যের ২৪ ঘণ্টার মধ্যেই ঘোষণা করে দেওয়া হয়েছে সেই প্রস্তাব পেশের দিনক্ষণ।
মঙ্গলবার বিকেলের দিকে সাংবাদিক সম্মেলন করেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। রাজ্যের শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে বিধানসভায় সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী প্রস্তাব নিয়ে আসা হবে। রাজ্যের বিধানসভায় আগামী ২৭ জানুয়ারি দুপুর ২টোর সময় এই প্রস্তাব আনা হবে বলে জানিয়েছেন পার্থবাবু। এই বিরোধী প্রস্তাব পেশ করার জন্য বিশেষ অধিবেশন ডাকা হবে বলে জানিয়েছেন তিনি।
কেন্দ্রের নয়া সংশোধিত আইনের বিরোধিতায় শুরু থেকেই সরব মমতা বন্দ্যোপাধ্যায়৷ মোদী সরকারের আনা এই আইন মানতে নারাজ কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দলও৷ একধাপ এগিয়ে বাম শাসিত কেরল, বিধানসভায় সিএএ বিরোধী প্রস্তাব পাশ করিয়ে এই আন্দোলনে নয়া মাত্রা যোগ করে৷ কেরলের দেখাদেখি কংগ্রেস শাসিত পঞ্জাবও একই পথে হাঁটে৷
এদিকে কেরল ও পঞ্জাব সিএএ বিরোধী প্রস্তাব পাশ করিয়ে নিলে কেন পশ্চিমবঙ্গ সেই কাজ করছে না তা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীরা৷ এনিয়ে তৃণমূল নেত্রীকে কটাক্ষও শুনতে হয়৷ তবে সব সমালোচনার জবাব দিয়ে দেন মুখ্যমন্ত্রী৷ উত্তরবঙ্গ সফরে রওনা হওয়ার আগে বিমানবন্দরে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, খুব তাড়াতাড়ি রাজ্য বিধানসভায় সিএএ বিরোধী প্রস্তাব আনা হবে৷