28 C
Kolkata
Wednesday, October 9, 2024
Home কলকাতা কাউকে অসম্মান নয়, এটা ক্ষোভের ‘মান্যতা’, বিনীত গোয়েলকে সরানোর দাবি মেনে জানালেন...

কাউকে অসম্মান নয়, এটা ক্ষোভের ‘মান্যতা’, বিনীত গোয়েলকে সরানোর দাবি মেনে জানালেন মমতা

খাসডেস্ক:  আর জি করের (R G KAR) ঘটনায় জুনিয়র চিকিৎসকদের দাবি মতো সরতে হচ্ছে সিপি বিনীত গোয়েল, রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বসেছিল দুই পক্ষের বৈঠক। বৈঠক শেষে দুই পক্ষই দাবি মানার কথা জানিয়েছে। আর জি করের ঘটনার শুরু থেকেই পুলিশ কর্তা বিনীত গোয়েলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। জুনিয়র চিকিৎসকরা দাবি করেছিলেন অবিলম্বে ইস্তফা দিক বিনীত গোয়েল। কলকাতা পুলিশের সিপির পদত্যাগের দাবিতে লালবাজারও অভিযান করেন চিকিৎসকরা।

- Advertisement -

আরও পড়ুন: ‘সদর্থক’ বৈঠকেও কড়া অবস্থান জুনিয়র চিকিৎসকদের, বৈঠক শেষে আরও এক ‘শর্ত’

দুর্নীতির বড় সিন্ডিকেট চলছে রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে। আর এর সঙ্গে জড়িত রয়েছে রাজ্যের স্বাস্থ্যভবনের ছোট থেকে বড় কর্তারা। এই অভিযোগ তুলে দুর্নীতির বিরুদ্ধে সঠিক তদন্তের দাবি জানিয়ে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্যশিক্ষা অধিকর্তাকে সরানোর দাবি জানান আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। সোমবার সেই দাবিতেও মান্যতা দেয় রাজ্য। বৈঠক শেষে সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘৯৯ শতাংশ দাবি মেনে নিয়েছি। আর কী করব!’’ তিনি জানান, জুনিয়র ডাক্তারদের পাঁচটি দাবির প্রথমটি সিবিআই এবং আদালতের বিষয়। বাকি চারটের মধ্যে তিনটেয় মান্যতা দিয়েছে তাঁর সরকার। আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলকে সরানো হবে। মঙ্গলবার বিকেল ৪টের পর এই সংক্রান্ত নোটিস দিয়ে দেওয়া হবে।চিকিৎসকদের দাবি মেনে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (উত্তর) অভিষেক গুপ্তকেও সরানো হচ্ছে। তৃণমূল সুপ্রিমো তথা নেত্রী বলেন, ‘‘আমরা কাউকে অশ্রদ্ধা, অসম্মান করিনি। কিন্তু ওঁদের বিরুদ্ধে যে হেতু চিকিৎসকদের ক্ষোভ আছে, বলেছেন, ওঁদের উপর আস্থা নেই, তাই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’’

- Advertisement -

আরও পড়ুন: টালা থানার প্রাক্তন ওসির বাড়িতে গেলেন লালবাজারের কর্তারা

অন্যদিকে আর জি করের (R G KAR) ঘটনায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সটান স্বাস্থ্যভবনের সামনে বিক্ষোভস্থলে পৌঁছে যান আন্দোলনকারীরা। সেখানে তাঁরা দাবি করেন, আন্দোলনকারীদের কাছে নতি স্বীকার করল রাজ্য সরকার। ৩৮ দিন পর জয় এল। এই জয় চিকিৎসক, নার্স ও সেইসঙ্গে সাধারণ মানুষেরও। সেই সঙ্গে তাঁরা জানিয়ে দেন, আশ্বাস বাস্তবায়িত না হওয়া পর্যন্ত ধর্না, বিক্ষোভ নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না। দুই পক্ষের বৈঠক ও মতামত সামনে আসার পর সমাজমাধ্যমে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (SUVENDU ADHIKARY) লেখেন, ‘‘বৈঠকের কার্যবিবরণী থেকে বোঝা যাচ্ছে, অচলাবস্থার অবসান ঘটাতে উভয় পক্ষের মধ্যে একটি সমঝোতা হয়েছে। তবে যা-ই হোক, ন্যায়বিচারের জন্য শুধুমাত্র কয়েক জনের বদলি যথেষ্ট হবে না। প্রমাণ লোপাটে যাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন, তাঁদের জেলে যেতে হবে।’’ দুইপক্ষের মধ্যে কিছুটা জট কাটলেও আপাতত সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ।

- Advertisement -

সপ্তাহের সবচেয়ে জনপ্রিয় সংবাদ

মুকুটে নয়া পালক, পরের লক্ষ্য ঠিক করে ফেলেছেন ৩৭ বছর বয়সী মেসি

স্পোর্টস ডেস্ক: বছর দুয়েক আগে কাতারে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেছেন আর্জেন্টিনাকে। চলতি বছরে টানা দ্বিতীয়বার জিতে নিয়েছেন কোপা আমেরিকা। কিন্তু এরপরও আত্মতুষ্টি বা ক্লান্তির লেশমাত্র...

IND vs BAN: নো লাক নেলসন

শুভম দে: ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের খেলা চলছে গ্রিন পার্কে। প্রথম দিনে কিছুসময় খেলা হলেও, বৃষ্টিতে ভেসে গেছে মাঝের দুদিন। অবশেষে আজ রোদের ওম গায়ে...

মহালয়ায় বৃষ্টি, পুজোতেও কি ভাসবে শহর

কলকাতা: পুজোয় আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে যথেষ্ট চিন্তিত বঙ্গবাসী। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পুজোয় বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। রাত পেরোলেই...

পুজোর শপিং-এ বৃষ্টির কোপ, কেমন থাকবে আবহাওয়া জানাল হাওয়া অফিস

কলকাতা: আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মহালয়ার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে দেখা গিয়েছে। আর এই বৃষ্টিতেই গত কয়েকদিনের ভ্যাপসা গরমের হাত থেকে রেহাই...

খবর এই মুহূর্তে

“কিছুই জানি না, আমি কিছু করিনি হুজুর”, চার্জশিটের প্রতিলিপি পড়ে আরজি করের মূল অভিযুক্ত সঞ্জয়ের প্রতিক্রিয়া

খাসডেস্ক:  সোমবার আরজি কর (R G KAR) ঘটনার ৫৮ দিনের মাথায় কোর্টে চার্জশিট জমা দিয়েছিল সিবিআই। মঙ্গলবার সেই চার্জশিটের প্রতিলিপি তুলে দেওয়া হল আরজি...

‘অপ্রত্যাশিত ফল, মানা সম্ভব নয়’, হরিয়ানা ভোটের রেজাল্ট নিয়ে মন্তব্য কংগ্রেসের

খাসডেস্ক: অপ্রত্যাশিত ফল। পার্টি ভোটের এই ফল মানছে না। মঙ্গলবার সন্ধ্যায় ঘোষণা কংগ্রেসের (CONGRESS) । গণনার শুরুর কিছু পরে কংগ্রেসের তরফে নির্বাচন কমিশনকে চিঠি...

পুজোয় চুলের-ত্বকের জেল্লা বাড়াতে, জেনে নিন ডিমের ব্যবহার

কলকাতা: ত্বক এবং চুলের যত্নে ডিমের জুরি মেলা ভার। তাই ত্বকের যত্ন নিতে ডিম এক অন্যতম ভূমিকা গ্রহণ করে। ডিমের কুসুম থেকে শুরু করে...

৭ বছর পর ফিরে এল টি-২০’র থেকেও ধামাকাদার ক্রিকেট, বিশ্বজয়ের লড়াইয়ে ভারতও

স্পোর্টস ডেস্ক: ৭ বছর পর আবারও শুরু হতে চলেছে হংকং ক্রিকেট সিক্সেস (Hong Kong Cricket Sixes)। আর ১২ বছর পর সেখানে আবারও দেখা যাবে...