29 C
Kolkata
Friday, July 30, 2021
Home খাস পলিটিক্স শিশিরের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে তৃণমূল

শিশিরের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে তৃণমূল

কলকাতা: নৈতিকতা রক্ষা করেননি তিনি৷ এই অভিযোগে এবার শুভেন্দু পিতা শিশির অধিকারীর বিরুদ্ধে কড়া অবস্থান নিতে চলেছে তৃণমূল৷ সূত্রের খবর, লোকসভার স্পিকার সুস্থ হয়ে দায়িত্বে ফিরলেই শিশিরবাবুর সাংসদ পদ প্রত্যাহারের দাবি জানানো হবে৷ ইতিমধ্যে এবিষয়ে ড্রাফটও তৈরি করা হয়ে গিয়েছে বলে দলীয় সূত্রের খবর৷

- Advertisement -

আরও পড়ুন: মোদীর সভায় না গিয়েও বিস্ফোরক দিব্যেন্দু
প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে শুভেন্দুর সঙ্গে একই দিনে মেদিনীপুরে কলেজ মাঠে অমিত শাহের জনসভায় গেরুয়া জার্সি গায়ে চড়িয়েছিলেন বর্ধমান পূর্বের তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল৷ তারপরই সুনীলের সাংসদ পদ খারিজের জন্য স্পিকারের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের লোকসভার দায়িত্বপ্রাপ্ত নেতা ডেরেক ও ব্রায়েন৷ এবার সেই একই পথে হেঁটে শুভেন্দু পিতারও সাংসদ পদ খারিজের আবেদন জানাবেন তাঁরা৷
তৃণমূলের অন্দরের খবর, লাইনে রয়েছে শিশির পুত্র দিব্যেন্দুর নামও৷ তবে তিনি এখনও যেহেতু ঝেড়ে কাশেননি তাই পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে৷ ভোট পর্বের মধ্যেই যাতে শিশিরবাবুর সাংসদ পদটি খারিজ করা যায় সেই চেষ্টায় করছেন তৃণমূলের নেতারা৷ যদিও প্রধান অন্তরায় হয়ে উঠেছে করোনা৷ সূত্রের খবর: সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা৷

আরও পড়ুন: সারদা মামলায় আজ ইডির মুখোমুখি মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ পুলিশ কর্তা
তিনি সুস্থ হলেই শিশির অধিকারীর সাংসদ পদ খারিজের আবেদন জানানো হবে বলে তৃণমূল সূত্রের খবর। প্রসঙ্গত, ২০০৯ সাল থেকে টানা তৃণমূলের টিকিটে কাঁথি থেকে সাংসদ হয়ে আসা শিশিরবাবু রবিবার এগরায় অমিত শাহের জনসভার মঞ্চে হাজির হন৷ শুধু দলবদল নয়, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করেও তীব্র ভাষায় আক্রমণ শানাতে দেখা যায় তাঁকে৷ এরপরই শিশিরবাবুর বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেয় দল৷

- Advertisement -

কলকাতা: নৈতিকতা রক্ষা করেননি তিনি৷ এই অভিযোগে এবার শুভেন্দু পিতা শিশির অধিকারীর বিরুদ্ধে কড়া অবস্থান নিতে চলেছে তৃণমূল৷ সূত্রের খবর, লোকসভার স্পিকার সুস্থ হয়ে দায়িত্বে ফিরলেই শিশিরবাবুর সাংসদ পদ প্রত্যাহারের দাবি জানানো হবে৷ ইতিমধ্যে এবিষয়ে ড্রাফটও তৈরি করা হয়ে গিয়েছে বলে দলীয় সূত্রের খবর৷

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে শুভেন্দুর সঙ্গে একই দিনে মেদিনীপুরে কলেজ মাঠে অমিত শাহের জনসভায় গেরুয়া জার্সি গায়ে চড়িয়েছিলেন বর্ধমান পূর্বের তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল৷ তারপরই সুনীলের সাংসদ পদ খারিজের জন্য স্পিকারের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের লোকসভার দায়িত্বপ্রাপ্ত নেতা ডেরেক ও ব্রায়েন৷ এবার সেই একই পথে হেঁটে শুভেন্দু পিতারও সাংসদ পদ খারিজের আবেদন জানাবেন তাঁরা৷
তৃণমূলের অন্দরের খবর, লাইনে রয়েছে শিশির পুত্র দিব্যেন্দুর নামও৷ তবে তিনি এখনও যেহেতু ঝেড়ে কাশেননি তাই পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে৷ ভোট পর্বের মধ্যেই যাতে শিশিরবাবুর সাংসদ পদটি খারিজ করা যায় সেই চেষ্টায় করছেন তৃণমূলের নেতারা৷ যদিও প্রধান অন্তরায় হয়ে উঠেছে করোনা৷ সূত্রের খবর: সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা৷

তিনি সুস্থ হলেই শিশির অধিকারীর সাংসদ পদ খারিজের আবেদন জানানো হবে বলে তৃণমূল সূত্রের খবর। প্রসঙ্গত, ২০০৯ সাল থেকে টানা তৃণমূলের টিকিটে কাঁথি থেকে সাংসদ হয়ে আসা শিশিরবাবু রবিবার এগরায় অমিত শাহের জনসভার মঞ্চে হাজির হন৷ শুধু দলবদল নয়, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করেও তীব্র ভাষায় আক্রমণ শানাতে দেখা যায় তাঁকে৷ এরপরই শিশিরবাবুর বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেয় দল৷

- Advertisement -

সপ্তাহের সবচেয়ে জনপ্রিয় সংবাদ

বাইক দুর্ঘটনায় গুরুতর আহত নিক, প্রিয়াঙ্কা পাড়ি দিলেন আমেরিকায়

মুম্বই: বলি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবং হলিউড পপ তারকা নিক জোনাসের প্রেম পর্বের খবর প্রায়শই পেজ থ্রির শিরোনামে থাকে। কেবলমাত্র বি-টাউনই নয় হলিউডেও বেশ...

এক্সক্লুসিভ: প্রয়াণ দিবসে মহানায়কের নাতবৌ অভিনেত্রী দেবলীনা কুমারের ‘উত্তম-কথা’

পূর্বাশা দাস: তিনি শুধু নায়ক নন, তিনি মহানায়ক। আপামর বাঙালির কাছে উত্তম কুমার মানে আবেগ। মৃত্যুর এক চল্লিশ বছর পরেও সকলের মনের মনিকোঠায় রয়েছেন...

কপিলের শো থেকে বাদ পড়ায় মনের ব্যথা প্রকাশ ‘কর্মহীন’ সুমনার

মুম্বই: শিশুশিল্পী হিসেবে প্রথম অভিনয় জগতে পা রাখেন অভিনেত্রী সুমনা চক্রবর্তী। তিনি প্রথম স্ক্রিন শেয়ার করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খানের সঙ্গে। তখন সেই...

তীর্থযাত্রার জন্য তিনটি বিশেষ পর্যটন ট্রেন চালু করল IRCTC

নয়াদিল্লি: করোনার কারণে বেশ বেশ কয়েকদিন বন্ধ রাখা হয়েছিল ট্রেন পরিষেবা। সেই সঙ্গে বন্ধ ছিল তীর্থক্ষেত্র। তবে সব ভয় কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে...

খবর এই মুহূর্তে

দু’দিনের বৃষ্টিতে এখনও জলে ভাসছে হাওড়া

হাওড়া: বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘনীভূত নিম্নচাপ এবং সক্রিয় ঘূর্ণাবর্তের জেরে বুধবার থেকে টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে হাওড়া শহর। বুধবারের পর বৃহস্পতিবারও সারাদিন প্রবল...

পেগাসাস কাণ্ডে প্রশ্নের মুখে এনএসওর ভবিষ্যত

খাস খবর ডেস্ক: পেগাসাস নিয়ে উত্তাল সর্বভারতীয় রাজনীতি। বিরোধীদের অভিযোগ, এই সফটওয়্যারের মাধ্যমেই দেশের তাবড় তাবড় ব্যক্তিত্বদের ফোনে আড়ি পাতছে মোদী সরকার৷ ইতিমধ্যে জলের...

মাতৃত্বই জীবনের সেরা উপহার, বললেন জনপ্রিয় অভিনেত্রী

পূর্বাশা দাস: 'ফাদার্স ডে'তে নিজের বেবি বাম্পের ছবি সামনে এনেছিলেন প্রিয়ম। প্রিয়মের স্বামী শুভজিতও একই ছবি পোস্ট করে লিখেছিলেন, "হাম সে হামলোগ। আপনাদের সকলের...

বঙ্গবাসীদের জন্য সুখবর, নতুন ছয়টি মেডিক্যাল কলেজ গড়ে উঠবে রাজ্যে 

খাসখবর ডেস্ক: বঙ্গবাসীর পাশাপাশি মেডিকেল স্টুডেন্টদের জন্য এল সুখবর। রাজ্যজুড়ে শীঘ্রই গড়ে উঠতে চলেছে ছয়টি নতুন মেডিকেল কলেজ হাসপাতাল। যার জেরে উপকৃত হবেন রাজ্যের...