কলকাতা: ২৯৪ নয়, আসন্ন বিধানসভা ভোটে ২৯১টি আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল৷ কালিম্পং, কার্শিয়াং এবং দার্জিলিং-পাহাড়ের এই তিনটি আসন গোর্খা জনমুক্তি মোর্চাকে ছেড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ শুক্রবার কালীঘাটে ২৯১টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো৷
এই ২৯১টি আসনের মধ্যে মহিলা প্রার্থীর সংখ্যা ৫০ জন৷ প্রত্যাশিতভাবেই টলিপাড়ার একাধিক শিল্পীর নাম রয়েছে তালিকায়৷ কিছুদিন আগে তৃণমূলে নাম লেখানো অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, অদিতি মুন্সী, সায়নী ঘোষ, কৌশানী মুখোপাধ্যায়, লাভলী মৈত্র-র মতো পরিচিত মুখকে প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
একনজরে দেখে নিন কোন কেন্দ্রে কোন তারকা-
- সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়- বাঁকুড়া
- কাঞ্চন মল্লিক- উত্তরপাড়া
- মনোজ তিওয়ারি- শিবপুরে,
- রাজ চক্রবর্তী- ব্যারাকপুরে
- কৌশানী মুখোপাধ্যায়- কৃষ্ণনগর উত্তর
- অদিতি মুন্সি- রাজারহাট
- বীরবালা হাঁসদা- ঝাড়গ্রাম
- জুন মালিয়া- মেদিনীপুর সদর
- সোহম চক্রবর্তী- চণ্ডীপুর
- সোনারপুর দক্ষিণ-লাভলি মিত্র
- আসানসোল দক্ষিণ- সায়নী ঘোষ