কলকাতা: রাজ্যের শাসকদল তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে শুরু হয়েছে জটিলতা। সাধারণত ভোটের নির্ঘন্ট ঘোষণা হলেই প্রার্থী তালিকা ঘোষণা করে দেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নিয়মের অন্যথা ঘটেছে একুশের বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে। নির্বাচন কমিশন ভোটের দিন ঘোষণার পরে চার দিন কেটে গেলেও এখনও জানা যায়নি তৃণমূলের প্রার্থী তালিকা।
আরও পড়ুন- পণের টাকা না পেয়ে গৃহবধূকে খুন স্বামীর
এই নিয়ে কর্মীদের মধ্যে যেমন উৎকন্ঠা রয়েছে ঠিক তেমনই রাজনৈতিক মহলেও চড়ছে উত্তেজনার পারদ। এই অবস্থায় প্রার্থী ঘোষণা নিয়ে কড়া সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের দুই দফার শাসক তৃণমূল। বিধানসভা নির্বাচনের প্রার্থী ঘোষণার আগে সংশ্লিষ্ট এলাকার দলীয় জনপ্রতিনিধিদের মতামতকে গুরুত্ব দিতে চাইছে ঘাস ফুল শিবির। সেই মতামতের ভিত্তিতেই চূড়ান্ত হবে প্রার্থী তালিকা।
আরও পড়ুন- তেজস্বী-অখিলেশ কী বহিরাগত নয়, তৃণমূলকে প্রশ্ন জয়ের
এমনই খবর পাওয়া গিয়েছে সূত্র মারফত। জানা গিয়েছে যে চলতি সপ্তাহের লক্ষ্মীবারে তৃণমূল ভবনে এক বিশেষ বৈঠক ডাকা হয়েছে দলের পক্ষ থেকে। সেই বৈঠকে পুরসভা এবং পঞ্চায়েতের সকল জনপ্রতিনিধিদের আহ্বান জানানো হয়েছে। সেই সঙ্গে স্থানীয় ব্লক স্তরের নেতৃত্বকেও ডাকা হয়েছে। নিজেদের এলাকায় প্রার্থীপদের ক্ষেত্রে কাদের গুরুত্ব দেওয়া উচিত বা কোন বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া উচিত তা নিয়ে ওই সকল স্থানীয় কাউন্সিলর, চেয়ারম্যান বা পঞ্চায়েত প্রধানদের থেকে মতামত নেওয়া হবে।
আরও জানা গিয়েছে যে বিভিন্ন কেন্দ্রে প্রার্থীপদের জন্য একাধিক দাবিদারের নাম উঠে আসছে। এই অবস্থায় কে সর্বাপেক্ষা গ্রহণযোগ্য তা জানার জন্যেই ওই বিশেষ বৈঠকের আয়োজন করেছে তৃণমূল। জনপ্রতিনিধিদের পাশাপাশি ওই বৈঠকে ভোট কুশলী প্রশান্ত কিশোরের আইপ্যাকের সদস্যরাও উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে তৃণমূল সূত্রে।
আরও পড়ুন- আহত বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে বিপাকে সিপিএম বিধায়ক
গত এক বছরের বেশি সময় ধরে রাজ্যের বিভিন্ন প্রান্ত ঘুরে সমীক্ষা চালিয়েছে প্রশান্ত কিশোরের সংস্থা। তাদের থেকে প্রাপ্ত রিপোর্ট এবং দলের জনপ্রতিনিধিদের বক্তব্য শুনে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। সেই কারণেই প্রার্থী ঘোষণার ক্ষেত্রে বিলম্ব হচ্ছে রাজ্যের শাসকদলের। চলতি মাসের চার তারিখে অনুষ্ঠিত হবে সেই বৈঠক। এরপরের দিন অর্থাৎ পাঁচ তারিখ শুক্রবারে প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে তৃণমূল। একই দিনে ২৯৪ আসনের প্রার্থী ঘোষণা করা হবে কিনা সেই বিষয়ে এখনও নিশ্চিত করে কিছুই জানা যায়নি।